ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ

প্রকাশিত: ০৯:১৭, ১৭ জুন ২০১৯

 পুলিশের বিরুদ্ধে  মামলা প্রত্যাহারে  হুমকির  অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মামলার তদন্তকারী অফিসারের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে রবিবার বেলা এগারোটায় সংবাদ সম্মেলন করেছেন নিহতের পিতা বাবুল খান। বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলার বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের খোদাবক্সকাঠি গ্রামের বাবুল খান লিখিত বক্তব্যে বলেন, তার পুত্র নবম শ্রেণীর ছাত্র শাকিল খানকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার পর পরই শাকিলের প্রেমিকা তামান্না ও তার বাবা ফিরোজ হাওলাদারসহ পরিবারের সদস্যরা আত্মগোপন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ হত্যা মামলা গ্রহণ না করে উল্টো টালবাহানা শুরু করেন। একপর্যায়ে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী অফিসার জুবায়ের ইসলাম আসামিদের পক্ষাবলম্বন করে মামলা তুলে নিতে তাকে (বাদী) বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। সূত্রমতে, শাকিলের সঙ্গে একই স্কুলের সহপাঠী ও প্রতিবেশী তামান্নার দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি মেনে নিতে পারেননি তামান্নার পরিবার। ফলে গত ২৭ মার্চ রাত ১০টার দিকে ঘর থেকে শাকিলকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ তামান্নার ওড়না দিয়ে পেঁচিয়ে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় নিহতের বাবা থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ টালবাহানা শুরু করে। উপায়ান্তর না পেয়ে পুত্র হত্যার বিচার পেতে বাবুল খান বাদী হয়ে গত ৩১ মার্চ বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহত শাকিলের প্রেমিকা তামান্না আক্তার, তার বাবা ফিরোজ হাওলাদারসহ ১০জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সংবাদ সম্মেলনে নিহত শাকিল খানের বড় ভাই রুবেল খান ও চাচা হেলাল খান উপস্থিত ছিলেন। হুমকির অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী অফিসার (ওসি তদন্ত) জুবায়ের ইসলাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্টে লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
×