ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

অজ্ঞান পার্টির কবলে রিকশাচালক: খোয়া গেল রিকশা, তারপর...

প্রকাশিত: ১৫:১৮, ৩০ এপ্রিল ২০২৪

অজ্ঞান পার্টির কবলে রিকশাচালক: খোয়া গেল রিকশা, তারপর...

অজ্ঞান পার্টির কবলে পড়া অজ্ঞাতপরিচয় রিকশাচালক

রাজধানীর ওয়ারীর ওয়্যার স্ট্রিটে ‘হটকেক ফাস্টফুডের’ পাশের গলিতে অজ্ঞান পার্টির কবলে পড়ে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক তাঁর রিকশাটি খুইয়েছেন। অজ্ঞান এই চালকের আনুমানিক বয়স ৩৫ বছর।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাঁকে ওয়ারী থানা-পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বিধু বলেন, ‘খবর পেয়ে আজ রাতের দিকে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় এই রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁর পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।’

এএসআই বিধু আরও বলেন, ‘খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই। তখন ওই রিকশাচালক কোনোরকমে কিছু কথা বলতে পারছিলেন। তিনি তখন এতটুকুই বলেছিলেন, বংশাল থেকে একজন যাত্রী নিয়ে ওয়ারী এলাকায় এসেছিলেন। পথে তাঁর পানির পিপাসা লাগলে ওই যাত্রী পানি খেতে দেন। এরপর তাঁর আর কিছুই মনে নাই।’

রিকশাচালক রাস্তার পাশে পড়ে ছিলেন জানিয়ে এএসআই বিধু বলেন, ‘তাঁর রিকশাটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। রিকশাচালকের কাছে একটি বাটন মোবাইলফোন (ফিচার ফোন) পাওয়া গেছে। আমরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

এবি 

×