ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা পায় স্বাধীনতা’

প্রকাশিত: ০৫:০৯, ১১ জানুয়ারি ২০১৯

‘বঙ্গবন্ধুর স্বদেশ  প্রত্যাবর্তনের মধ্য দিয়ে পূর্ণতা  পায় স্বাধীনতা’

১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বডুয়া। বৃহস্পতিবার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের পর এই মন্তব্য করেন তিনি। উপাচার্য বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হওয়ার পর লন্ডনে সাংবাদিকরা যখন বলেছিলেন, ধ্বংসস্তূপে পরিণত বাংলাদেশকে নিয়ে আপনি কি করবেন? জবাবে তিনি বলেছেন- যদি বাংলাদেশের মানচিত্র থাকে, বাংলার জনগণ থাকে তবে স্বাধীন বাংলাদেশ একদিন সুখী, সমৃদ্ধ, সুজলা, সুফলা দেশে পরিণত হবে। বঙ্গবন্ধুর সেই কথা আজ তার জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছে। আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের সকলেরই যে শপথ নিতে হবে তা হলো- আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে উন্নত বাংলাদেশ বাস্তবায়ন করব। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপউপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপউপাচার্য অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপউপাচার্য অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×