ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানী অনেকটাই ফাঁকা

ভোট উৎসবে যোগ দিতে স্রোতের মতো ঢাকা ছাড়ছে মানুষ

প্রকাশিত: ০৬:০৫, ২৮ ডিসেম্বর ২০১৮

ভোট উৎসবে যোগ দিতে স্রোতের মতো ঢাকা ছাড়ছে মানুষ

ওয়াজেদ হীরা ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। ভোটের উৎসবে যোগ দিতে রাজধানীর মানুষ ছুটে যাচ্ছে গ্রামে। নির্বাচন ঘিরে মানুষের মনে নানা উদ্বেগ-উৎকণ্ঠা যেমন কাজ করছে তেমনি রয়েছে উৎসবের আনন্দও। ভোটের উৎসবে যোগ হয়েছে লম্বা ছুটিও। আর তাই মানুষের মধ্যে নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করতে রাজধানী ছাড়ার হিড়িক পড়েছে। ভোটের আগে দুদিন শুক্র ও শনিবার ছুটির দিন এবং ভোটের দিন ছুটি হওয়ায় সবাই ছুটছে গ্রামে। গ্রামে ছুটি কাটানো আর ভোট দেয়া দুই-ই হবে রাজধানীবাসীর। নির্বাচনের পরে কেউ কেউ নিয়েছেন বাড়তি ছুটিও। সংশ্লিষ্টরা বলছেন, মঙ্গলবার বড়দিনের ছুটি সামনে রেখে সোমবার থেকেই কম বেশি মানুষ ঢাকা ছাড়ছে। আর বৃহস্পতিবার বিভিন্ন স্টেশন ও টার্মিনালে ছিল মানুষের উপচেপড়া ভিড়। ইতোমধ্যে অনেকেই পরিবার পরিজন পাঠিয়েছেন গ্রামে আর শেষ কর্মদিবস হিসেবে বৃহস্পতিবার অফিস করেই বাড়ির পথ ধরেছেন ঢাকাবাসী। কয়েক দিন আগে বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তথা তরুণ ভোটাররা বাড়ি পৌঁছেছেন। গত কয়েক দিন ধরেই রাজধানীতে গাড়ি চলাচল অনেকটাই কমে এসেছে। নিত্যদিনের যানজটও কম। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, কর্মব্যস্ত শহর ততই ফাঁকা হচ্ছে। জীবিকার তাগিদে রাজধানীতে অস্থায়ী বসবাস করা লাখো মানুষ ভোট দিতে নিজ এলাকায় ফিরছেন। কারণ ঢাকার বেশিরভাগ বাসিন্দা দেশের বিভিন্ন এলাকার ভোটার। পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনেকেই আগেভাগে বাড়ি ফিরেছেন। শেষ দিনে বৃহস্পতিবার ছিল বিভিন্ন বাসস্ট্যান্ড ও টার্মিনাল মানুষে ঠাঁসা। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টের তথ্যানুযায়ী ঢাকা শহরের জনসংখ্যা বর্তমানে ১ কোটি ৭০ লাখ। অপরদিকে ঢাকা মহানগরসহ এবার ঢাকা জেলার মোট ভোটার ৭৭ লাখ ৩০ হাজার। মহানগরীর বাইরে আরও পাঁচটি আসন আছে। সেই হিসাবে ঢাকা মহানগরের ১৫ আসনে যদি ৬০ লাখ ভোটারও থাকে, তাহলে রাজধানীর বাকি ১ কোটি ২০ লাখ মানুষ ভোটার নন। এদের মধ্যে শিশু বাদ দেয়া হলেও প্রচুর সংখ্যক মানুষ নিজ এলাকার ভোটার। তাই ঘরমুখো মানুষের সংখ্যা বিশাল।
×