ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আজ মেডিক্যাল বোর্ড খালেদার স্বাস্থ্য পরীক্ষা করবে

প্রকাশিত: ০৫:৩২, ১০ অক্টোবর ২০১৮

আজ মেডিক্যাল বোর্ড খালেদার স্বাস্থ্য পরীক্ষা করবে

স্টাফ রিপোর্টার ॥ কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে গঠিত মেডিক্যাল বোর্ডের সকল সদস্য আজ বুধবার বিকেলে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন। একই সঙ্গে চিকিৎসা সংশ্লিষ্ট নানা নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন। একই সঙ্গে খালেদা জিয়াকে যদি উন্নত চিকিৎসা দেয়া যায়, তাহলে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। আর বিএসএমএমইউতেই তার সব ধরনের চিকিৎসা দেয়া সম্ভব বলে জানান তিনি। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু বিএসএমএমইউ এর কনফারেন্স কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্রিগেডিয়ার হারুন বলেন, আর উনার যে রোগ (আর্থ্রাইটিস), সেই রোগের চিকিৎসার জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই আছে এখানে। আজ (মঙ্গলবার) সকালে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়েছি। তিনি যেহেতু হাসপাতালে ভর্তি আছেন, তাই তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ড. এম এ জলিল ও ড. সৈয়দ আতিকুল হক তার বিষয়ে কেবিন থেকে সব আপডেট তথ্য সংগ্রহ করেছেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ৬ অক্টোবর হাসপাতালে ভর্তির পর এখন পর্যন্ত তার অবস্থার কোন অবনতি হয়নি। তিনি বলেন, বুধবার বিকেল ৪টায় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চার জন সদস্য তার সঙ্গে দেখা করবেন এবং চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। তার কী কী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে সে বিষয়ে খোঁজ নেয়া হয়েছে। খালেদা জিয়া সুস্থ হবেন কি না জানতে চাইলে পরিচালক বলেন, যদি উনাকে উন্নত চিকিৎসা দেয়া যায়, তাহলে উনি অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। বিএসএমএমইউতেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেয়া সম্ভব।
×