ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবার কেনিয়া থেকে এলো খাত

প্রকাশিত: ০৬:০৫, ৫ অক্টোবর ২০১৮

এবার কেনিয়া থেকে এলো খাত

স্টাফ রিপোর্টার ॥ ইথিওপিয়ার পর এবার কেনিয়া থেকে এলো নতুন মাদক এনপিএস বা খাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩২ কেজি খাতের একটি চালান আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরীণ ওয়্যারহাউসের মেইন ওয়্যারহাউস-২-এর পাশ থেকে ১৭ কার্টনে ভরা এনপিএস ও খাতগুলো উদ্ধার করা হয়। কাস্টমস হাউস সূত্র জানায়, এনপিএস হলো আফ্রিকার গাঁজা। ঢাকা কাস্টমস হাউস জানায়, গত ২৩ আগস্ট সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট- এসকিউ৪৪৬ তে করে ১৭টি কার্টনে এনপিএস আমদানি করা হয়। চালানটি কেনিয়ার নাইরোবি থেকে মরিশাস ও পরবর্তীতে সিঙ্গাপুর হয়ে ঢাকায় আসে। গোপন সংবাদে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম দীর্ঘদিন ধরে কার্টনগুলোর অনুসন্ধানে ছিল। বৃহস্পতিবার সকালে কার্গো ইউনিটের ‘মেইন ওয়্যারহাউস-২’ এর পাশ হতে পণ্যগুলো আটক করা হয়। ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার ওথেলো চৌধুরী জানান, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কার্টনগুলো খোলা হলে এর ভিতরে ‘গ্রিন টি’ এর মতো দেখতে পণ্যগুলো জব্দ করা হয়। যা মূলত আফ্রিকান গাঁজা অথবা এনপিএস। কেনিয়ার ওবিএসএ নাউয়ি প্রজেক্ট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সেগুলো বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান নওশীন এন্টারপ্রাইজের কাছে পাঠিয়েছিল। এও নওশীন এন্টারপ্রাইজ ঠিকানা ব্যবহার করা হয়েছে রাজধানীর কাকরাইলের ১২৪-৭-এ-শান্তিনগর প্লাজার চতুর্থ তলা। উপ-কমিশনার ওথেলো চৌধুরী জানান, আগের প্রতিটি চালান ইথিওপিয়া থেকে এসেছিল। এবারই প্রথম খাতের কোন চালান কেনিয়া থেকে এলো। চালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। এর আগেও শাহজালাল বিমানবন্দরে ছয়টি চালান আটক করা হয়। জানা গেছে, এটি পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে। যাতে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়। এটি বাংলাদেশে আগত নতুন এক ধরনের মাদক।
×