ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

দৈত্যাকার স্কুইডের সন্ধান

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ আগস্ট ২০১৮

দৈত্যাকার স্কুইডের সন্ধান

নিউজিল্যান্ডের ওয়েলিংটনের সমুদ্রতট। তিন ভাই: ড্যান, জ্যাক আর ম্যাথিউ এ্যাপলিন সমুদ্রের আশপাশেই বেড়াচ্ছিলেন; এমন সময় আচমকাই চোখে পড়ল বিশাল একটা প্রাণী। ১৪ ফুটের একটা দৈত্যাকার স্কুইড। বিশাল বিশাল চোখ। প্রায় দশ ইঞ্চি ব্যাস হবে এটির চোখের। রয়েছে আটটি বিশাল শুঁড়। দৈত্যাকার স্কুইডটির মৃতদেহ ভেসে এসেছিল সমুদ্রতটে। তখনই তিন ভাইয়ের চোখে পড়ে এটি। তিন ভাইয়ের মধ্যে ড্যান এ্যাপলিন ওশেন হান্টার স্পেয়ারফিশিং এ্যান্ড সি ডাইভিং স্পেশালিস্ট। মুহূর্তের মধ্যেই দৈত্যাকার স্কুইডের ছবি তুলে পোস্ট করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্টটি হয় ভাইরাল। একদিনেই ছবিটি শেয়ার হয়েছে প্রায় ৬ হাজার বার। এ্যাপলিন ভাইরা বলেন, রেড রক রিজার্ভের কাছেই সমুদ্রতটের পাশে তারা গাড়ি চালাচ্ছিলেন। এর পরই ন্যাশনাল ইনস্টিটিউট অব ওয়াটার এ্যান্ড এ্যাটমস্ফেয়ারিক রিসার্চের গবেষকদের খবর দেন তারা। পরে স্কুইডের মৃতদেহটি নিয়ে যান তারা। ৩৩ ফুটের স্কুইডটির আগে ৪৩ ফুটের একটি স্কুইড ধরা পড়েছিল স্মিথসোনিয়ান সাগরে। -ডেইলি মেইল
×