ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডুবন্ত শহর

প্রকাশিত: ০৫:২৮, ১৪ আগস্ট ২০১৮

 ডুবন্ত শহর

বিশ্বে যে শহরগুলো দ্রুত ডুবে যাচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা সেগুলোর অন্যতম। গবেষকেরা জানিয়েছেন, শহরটির অনেক অংশ ২০৫০ সালের মধ্যে পানিতে তলিয়ে যেতে পারে। জাকার্তার অবস্থান জলাভূমিতে। জাভা সাগরের ঢেউ আছড়ে পড়ে এই ভূমিতে। চারপাশে রয়েছে ১৩টি নদী। বিশেষজ্ঞরা বলেন, এসব কারণেই জাকার্তায় প্রায়ই বন্যা হয়। পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। পরিণামে শুধু বন্যাই নয়, এই ভূমি হারিয়ে যেতেও পারে। ব্যানডাং ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক হ্যারি এ্যান্ড্রেস ২০ বছর ধরে জাকার্তার ভূমি নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ২০৫০ সালের মধ্যে উত্তর জাকার্তার ৯৫ শতাংশ পানিতে ডুবে যাবে। তার মতে, গত ১০ বছরে উত্তর জাকার্তা ২ দশমিক ৫ মিটার ডুবে গেছে। বছরে জাকার্তার ২৫ সেন্টিমিটার অংশ ডুবছে। বছরে গড়ে ১ থেকে ১৫ সেন্টিমিটার ডুবছে জাকার্তার। শহরটির প্রায় অর্ধেক এখন সমুদ্রপৃষ্ঠের নিচে। উত্তর জাকার্তায় এর অবশ্যম্ভাবী প্রভাব পড়েছে। মুয়ারা বারু এলাকায় মাছের প্রতিষ্ঠানের একটি ভবনের নিচতলা পানিতে তলিয়ে গেছে। মুয়ারা বারু এলাকার বাসিন্দা রিদওয়ান বলেন, পথঘাটে পানি এসে ঢেউয়ের মতো দোলা দেয়। লোকজন যেকোন সময় পড়ে যেতে পারে। দেশটির ব্যস্ততম সমুদ্রবন্দর তানজাং প্রিয়ক। এখানে ১৮ লাখ মানুষের বাস। সেখানে থাকেন ফরচুনা সোফিয়া। তার বাড়িটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যাচ্ছে বলে তিনি জানান। চার বছর ধরে এখানে বসবাস করেন ফরচুনা। প্রায়ই সাগরের পানি তার সুইমিং পুলে ঢুকে পড়ে। অবস্থা এমন হয় যে আসবাবপত্র সরিয়ে নিতে হয়। ইন্দোনেশিয়া এ্যাসোসিয়েশন অব হাউজিং ডেভেলপমেন্টের এ্যাডভাইজারি কাউন্সিলের প্রধান এ ডি জানেফো আর কোন উন্নয়ন না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। -এএফপি
×