ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা ॥ আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক আজ

প্রকাশিত: ০৬:১২, ১ আগস্ট ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা ॥ আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক আজ

স্টাফ রিপোর্টার ॥ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের জন্য আজ বুধবার দিন নির্ধারণ করা হয়েছে। এ মামলার যুক্তিতর্ক পেশ করার ১০৪তম দিনে আসামি বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টুর পক্ষে তিনি নিজে যুক্তিতর্ক পেশ শুরু করেন। এর আগে তার পক্ষে আইনজীবী এস.এম শাহজাহান, রফিকুল ইসলাম যুক্তিতর্ক পেশ করেন। পিন্টুর পক্ষে ষষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক পেশ করা হয়। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলার একই সঙ্গে বিচার চলছে। মামলায় এ পর্যন্ত ৪৩ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে। আসামি লৎফুজ্জামান বাবরের আইনজীবীকে যুক্তিতর্ক পেশ করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ আসামির যুক্তিতর্ক পেশ শেষ হলে আসামিপক্ষে যুক্তিতর্ক পেশ সমাপ্ত হবে।
×