ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র বাতিলের দাবি

প্রকাশিত: ০৭:০৫, ১৫ মে ২০১৮

কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র বাতিলের দাবি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ মে ॥ বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ট্যাংরাগিরি শ^াসমূলীয় বনাঞ্চল, ইকোপার্ক, জীববৈচিত্র্য ও পর্যটন কেন্দ্র রক্ষায় কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। সোমবার সকালে তালতলী উপজেলার জয়ালভাঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় নান্না জোমাদ্দারের সভাপতিত্বে কয়লা তাপবিদ্যুত কেন্দ্র বাতিলের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আলামিন, রোকেয়া বেগম, ইসমাইল, জব্বার প্যাদা ও মনির খান। বক্তারা বলেন, এই কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র হলে বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ট্যাংরাগিরি শ^াসমূলীয় বনাঞ্চল, ইকোপার্ক, জীববৈচিত্র্য ও পর্যটন কেন্দ্রসহ হাজারও কোটি টাকার সম্পদ ধ্বংস হয়ে যাবে। তারা আরও বলেন, ধ্বংস হবে হাজার হাজার কোটি টাকার কৃষি সম্পদ। বাপ-দাদার রেখে যাওয়া মাথা গোঁজার ঠাইটুকুও নিঃশে^ষ হয়ে যাবে।বঙ্গোপসাগরের মৎস্য সম্পদ, দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ট্যাংরাগিরি শ^াসমূলীয় বনাঞ্চল, ইকোপার্ক, জীববৈচিত্র্য ও পর্যটন কেন্দ্র রক্ষায় কয়লাভিত্তিক তাপবিদ্যুত কেন্দ্র নির্মাণ বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানান তারা। রাজশাহীতে জেএমবির চার জঙ্গী গ্রেফতার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি’র সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে ও সোমবার এই অভিযান চালায় র‌্যাব রাজশাহীর একটি দল। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বইপত্র ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিষালবাড়ি মহল্লার গোলাম কিবরিয়ার ছেলে নাইমুল ইসলাম ওরফে নাইম (২০) ও রামনগর মহল্লার আবদুস সালামের ছেলে পিয়ারুল ইসলাম (২১), পুঠিয়া উপজেলার বেলপুকুর গ্রামের আমজাদ আলীর ছেলে জুয়েল মিয়া (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি মধ্যচর গ্রামের আবদুল মান্নানের ছেলে সাহাবুল ইসলাম (২৩)। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তাদের প্রত্যেককে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রতিটি বাড়ি থেকেই কয়েকজন পালিয়ে গেছে।
×