ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মিরপুরে দারোয়ানকে খুন করে মোটর সাইকেল ছিনতাই

প্রকাশিত: ০৫:৩০, ১০ মার্চ ২০১৮

মিরপুরে দারোয়ানকে খুন করে মোটর সাইকেল ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ছিনতাইকারীরা ভয়ঙ্কর হয়ে উঠছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চারটি ছিনতাইয়ের ঘটনায় একজন নিহত ও চার জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম ওমর ফারুক। মিরপুরের টোলারবাগের একটি বাসায় দারোয়ান ওমর ফারুককে (২৩) হত্যার পর মোটরসাইকেল চুরি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত একটা থেকে পৌনে চারটার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গেটের তালা ভেঙ্গে একটি মোটরসাইকেল নিয়ে যায়। নিহতের গ্রামের বাড়ি টাঙ্গাইলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। চুরি হওয়া মোটরসাইকেলটি ট্র্যাকিং করে মিরপুর বাংলা কলেজের পাশ থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, বাসার নিচের গ্যারেজে রাখা মোটরসাইকেলটি দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে দেখে বাধা দেয় ওমর ফারুক। তখন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। মিরপুর ও খিলগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় অপর তিন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীরা দুটি মোটরসাইকেল নিয়ে গেছে। এছাড়া লালবাগে এক তরুণকে ছুরিকাঘাত করেছে আরেক তরুণ। বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মিরপুরে আহতরা হলো অপু কুমার সরকার (৩০) ও আনিসুর রহমান (৩২)। খিলগাঁওয়ে মনির হোসেন (৩২) ও লালবাগে বাপ্পা (২৫)। মার্টি নেট সিকিউরিটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম বলেন, গভীর রাতে মিরপুর ২ নম্বর সেকশনের ই ব্লকের নোভা রহমান হাউজিং সোসাইটির একটি বাসায় ছিনতাইকারীরা মোটরসাইকেল চুরি করতে এসে গেটের তালা ভাঙ্গার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী অপু কুমার সরকার বাধা দিলে তাকে কুপিয়ে আহত করেছে। তার চিৎকারে পাশের বাসার নিরাপত্তাকর্মী আনিসুর রহমান ছুটে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে ভেতরে ঢুকে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। অপরদিকে খিলগাঁওয়ের ঘটনায় ঢামেক ক্যাম্পের পুলিশ সদস্য তৌফিকুল ইসলাম বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য খিলগাঁওয়ের গোড়ান এলাকার ৬৬ নম্বর বাসায় ভোর ৫টার দিকে তিন ছিনতাইকারী কলাপসিবল গেটের তালা ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মী মনির বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। আহত মনিরের চিৎকার শুনে সিআইডির এএসপি আফসার উদ্দিন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। লালবাগ থানার ওসির বরাত দিয়ে ঢামেকের ক্যাম্প পুলিশের দারোগা বাচ্চু মিয়া বলেন, সকাল নয়টার দিকে এলাকার ভাঙ্গাড়ি দোকানের কর্মচারী বাপ্পাকে (২৫) বিজিবি ১ নম্বর গেটের পাশেই ওমর ফারুক (২৪) নামের এক তরুণ ছুরিকাঘাত করে। এ সময় এলাকাবাসী ও র‌্যাব-২ এর সদস্যরা ফারুককে হাতে-নাতে আটক করে লালবাগ থানায় হস্তান্তর করেছে।
×