ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

রাবিতে নাট্যকর্মীকে মারধরকারী ছাত্রলীগ নেতার বহিষ্কার দাবি

প্রকাশিত: ০৬:১৭, ৮ মার্চ ২০১৮

রাবিতে নাট্যকর্মীকে  মারধরকারী  ছাত্রলীগ নেতার  বহিষ্কার দাবি

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তুচ্ছ ঘটনায় নাট্যকর্মীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে মারধরকারী ছাত্রলীগ নেতার বহিষ্কার দাবি করা হয়। জানা যায়, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনে অনুশীলন নাট্যদলের কর্মী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মঈনুলকে তুচ্ছ ঘটনায় বেধড়ক মারধর করে রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন। পরে মঈনুলের সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর প্রতিবাদে ডাকা সমাবেশে রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জল বলেন, কোন ইস্যু ছাড়াই মঈনুলকে মারধর করেছে চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতা। এর আগেও ওই ছাত্রলীগ নেতা সাংবাদিক আরাফাতকে মারধর করেছিল। ওই চিহ্নিত সন্ত্রাসী ছাত্রলীগ নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। মঈনুলের শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন তার ব্যয় প্রশাসন ও ছাত্রলীগকে বহন করতে হবে।’ রাবি ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মুনির, ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিঠুন চন্দ্র মহন্ত, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক আল-আমিন তারেক প্রধান প্রমুখ।
×