ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৪৬, ২০ জানুয়ারি ২০১৮

 সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৯ জানুয়ারি ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম স্থান সাগরদাঁড়িতে তার নামে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার কেশবপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের প্রধান সড়কের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হারুন অর রশিদ, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট আবুবকর সিদ্দিকী, সদস্য সচিব কবি খসরু পারভেজ, সাহিত্যিক সুহৃদ সরকার, প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক দিলীপ মোদক, অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য প্রমুখ।
×