ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আলোচিত ১০

প্রকাশিত: ০৫:২৪, ১ জানুয়ারি ২০১৮

আলোচিত ১০

রশিদ মামুন ॥ ৭ মার্চ ১৯৭১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালীর মুক্তির যে ডাক দিয়েছিলেন তাই বাংলাদেশীদের জন্য সর্বশ্রেষ্ঠ কবিতা সব থেকে সেরা গান। বাঙালীর এই মুক্তির ডাককে মেমোরি অব দ্য ওর্য়াল্ড’ বা ‘বিশ্বের স্মৃতি হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো। বছরের শেষাংশের এই অর্জনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততায় সারা বিশ্বের সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে তিন’এ নাম ঘোষণা বাংলাদেশী হিসেবে সকলের জন্য বড় অর্জন। এমন আলোচিত অর্জনের পাশাপাশি সমালোচিত প্রধান বিচারপতি এসকে সিনহার বিদায় আর রোহিঙ্গাদের স্রোতের মতো বাংলাদেশে প্রবেশ বছরটিকে মনে রাখতে সাহায্য করবে। হাওড়ে অকাল বন্যায় ধানের উৎপাদন বিঘ্নিত হয়েছে বছরে চিকুনগুনিয়া নামের এক জ্বরের ব্যথা এখনও রয়ে গেছে কারও কারও শরীরে। ৭ মার্চ ভাষণের স্বীকৃতি ॥ বছরের শেষ ভাগে ৩০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো মেমোরি অব দ্য ওর্য়াল্ড’ বা ‘বিশে^র স্মৃতি হিসেবে স্বীকৃতি দেয়। এরপরও সবকিছু ছাপিয়ে আলোচনায় আসে এই স্বীকৃতি। জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর এই ভাষণেই মুক্তির ডাক ছিল, ছিল স্বাধীনতার ঘোষণা। আজও বাঙালী হৃদয়ে তুলে রেখেছে এই ভাষণের প্রতিটি শব্দ। অনন্তকাল জুড়েই সকলের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে ৭ মার্চের ভাষণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা শীর্ষের ৩-এ ॥ নবেম্বরের একটি খবরে সকলের নিশ্চয়ই চোখ আটকে যায়। সারা বিশ্বের সৎ সরকার প্রধানদের একটি তালিকা পিপলস এ্যান্ড পলিটিকস বিশ্বের এমন রাষ্ট্র এবং সরকার প্রধানকে চিহ্নিত করেছে যাদের দুর্নীতি স্পর্শ করেনি। বিশ্বের সবচেয়ে সৎ সরকার ও রাষ্ট্রপ্রধানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তালিকার এক নম্বরে নাম রয়েছে জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং দুই এ চতুর্থ স্থানে রয়েছে নরওয়ের প্রধানমন্ত্রী ইরনা সোলবার্গ পঞ্চম স্থানে আছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এসকে সিনহার সরে যাওয়া ॥ বছর জুড়ে নানা ঘটনায় সরকারের সমালোচনা করার পর বছরের শেষ দিকে এসে ১১ দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে পড়েন তিনি। এছাড়াও বছর জুড়ে বিতর্কিত বক্তব্য রেখে ছিলেন আলোচিত। এই বিতর্কের এক পর্যায়ে এক মাসের বেশি ছুটি নিয়ে চলতি বছর ১৩ অক্টোবর বিদেশে যান বিচারপতি সিনহা। সেই ছুটি শেষে ৯ নবেম্বর তার পদত্যাগপত্র পাওয়ার কথা জানায় বঙ্গভবন। ২০১৫ সালের ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এস কে সিনহা। ২০১৮ সালের ৩১ জানুয়ারি তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পদত্যাগের মধ্য দিয়ে ৮১ দিন আগেই তার কার্যকাল শেষ হয়। রোহিঙ্গা সংকট ॥ চলতি বছর জুলাই এবং আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়ঙ্কর অমানবিক আচরণের স্বীকার হয় রোহিঙ্গারা। টেকনাফ সীমান্তের কাছে বাংলাদেশে প্রবেশের জন্য লাখ লাখ রোহিঙ্গা আসতে শুরু করে। ৩০ আগস্ট থেকে নিপীড়িত এসব মানুষকে আশ্রয় দিতে সীমান্ত খুলে দেয় বাংলাদেশ। দেশে খাদ্য সংকটের মধ্যে বাংলাদেশের জন্য ১০ লাখ মানুষের বাড়তি চাপ সহ্য করা ছিল বড় দুঃসাধ্য বিষয়। তারপরও নিপীড়িত এসব মানুষের সঙ্গে খাবার ভাগাভাগি করে খাওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অঙ্গন ‘মাদার অব হিউম্যানিটি’ খেতাব দেয়। হাওড়ে অকাল বন্যা চালের দর বৃদ্ধি ॥ হাওড়ে অকাল বন্যা এবার বিধ্বংসী রূপ নিয়েছিলেন। এপ্রিল মাসে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে হাওড়ের ৭ জেলার মানুষ ভয়াবহ বন্যার কবলে পড়ে। বন্যায় ৭৫ ভাগ ফসল তলিয়ে যায়। বন্যায় ২২ লাখ টন ধান উৎপাদন ব্যাহত হয়েছে। ১১ লাখ ৩৪ হাজার ৬০০ পরিবারের এই বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে। অকাল বন্যার প্রভাবে চালের দাম বেড়ে যায়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চালের দর বৃদ্ধি সর্বোচ্চ ছিল। যাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের মানুষ। পাহাড় ধসে মৃত্যুর মিছিল ॥ ১২ এবং ১৩ জুন এবং পরবর্তীতে আরও কয়েক দফায় বৃষ্টিপাতে একাধিকবার পাহাড়ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়ে যায়। এর আগে ২০০৭ সালে পাহাড়ধসের ঘটনায় ১২৭ জনের মৃত্যু ঘটে। এবারে মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পাহাড় ধস ছিল বিধ্বংসী। এতে ওই এলাকার সড়ক যোগাযোগ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকুনগুনিয়া মহামারী ॥ বছরের ঠিক মধ্যভাগে রাজধানী ঢাকাতে মহামারী আকারে ছড়িয়ে পড়ে চিগুনগুনিয়া। এডিস মশার মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত ব্যক্তিকে কামড়ানো মশাটি সুস্থ কাউকে কামড়ালে তার শরীরেও চিকুনগুনিয়ার সংক্রমণ ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে তিন থেকে চার দিনের মধ্যে জ্বর সেরে যায়। তবে হাড়ের জোড়ে ব্যথা হয়ে ওঠে নাছোড়বান্দা। এখনও কারও কারও শরীর ছেড়ে যায়নি। আলোচিত এই রোগ আতঙ্কিত ছড়ায় সারাদেশে। ব্লু হোয়েল গেম ভীতি ॥ ব্লু হোয়েল বা নীল তিমি একটি অনলাইন প্রতিযোগিতামূলক রখলার নাম। এটি একটি রুশ অনলাইন প্রতিযোগিতামূলক খেলা। সোশ্যাল গেমিং পাতার প্রশাসকের নির্দেশ অনুযায়ী ৫০ দিন ধরে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা হয়। সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে অংশগ্রহণকারীকে আত্মহত্যা করার নির্দেশ দেয়া হয়। বিশ্বে এখনও পর্যন্ত ব্লু হোয়েল খেলতে গিয়ে ১৩৩ জনেরও বেশি কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে বলে সংবাদ মাধ্যম বলছে। বাংলাদেশেও বছর জুড়েই আতঙ্ক ছিল ব্লু হোয়েল। কুলখানিতে পদদলিত ১১ ॥ বছরের ১৫ ডিসেম্বর চট্টলা বীর মহিউদ্দিন চৌধুরী পৃথিবীকে বিদায় জানান। তার মৃত্যুতে চট্টগ্রামের ১৪টি কমিউনিটি সেন্টারে কুলখানি ও মেজবানের আয়োজন করা হয়। এর মধ্যে রীমা কমিউনিটি সেন্টারে হিন্দু-বৌদ্ধ ধর্মাবলম্বীসহ অমুসলিমের জন্য মেজবানের ব্যবস্থা করা হয়। সেখানে দুপুর ১টার পর প্রচণ্ড ভিড় তৈরি হয়। একপর্যায়ে হুড়োহুড়ি করে পদদলিত হয়ে ১১ জন নিহত হয়। শোক থেকে গভীর শাকে ডুবে যায় চট্টগ্রাম। শাকিব খান অপু বিশ্বসের বিয়ে থেকে বিচ্ছেদ ॥ বছরের ১০ই এপ্রিল এখনকার সময় বাংলা চলচ্চিত্রের সব থেকে জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিজের স্বামী হিসেবে দাবি করে নায়িকা অপু বিশ্বাস। শুধু তাই নয় ছয় মাসের শিশু আব্রাহামকে নিয়ে টেলিভিশন লাইভে সকলের সামনে শাকিবখানের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। ২০০৮ সালে এই তারকা দম্পতি বিয়ে করলেও, আট বছর ধরে বিয়ের কথা গোপন রেখেছিলেন তারা। কিন্তু বছর না ঘুরতেই নবেম্বরে শাকিবখান অপু বিশ্বসকে ছেড়ে যাওয়ার নোটিশ পাঠান।
×