ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত ॥ ২০ নারী শ্রমিক আহত

প্রকাশিত: ০৫:৩৭, ২৫ ডিসেম্বর ২০১৭

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত ॥ ২০ নারী শ্রমিক আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত ও পোশাক তৈরি কারখানার ২০ নারী শ্রমিক আহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকারের চাপায় রাহেমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় আদমজী ইপিজেডের একটি পোশাক তৈরি কারখানার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ নারী শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রবিবার দুপুরে রাহেমা বেগম নাতিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার রাহেমা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাতি নিরাপদে রাস্তা পার হয়। নিহত রাহেমা বেগম মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার আড়িয়াল গ্রামের বাসিন্দা মৃত সোবহান মাওলানার স্ত্রী। তিনি কায়েমপুর এলাকায় মেয়ের ভাড়া বাসায় থাকতেন। একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্ন এলাকায় আদমজী ইপিজেডের অন্তিম পোশাক তৈরি কারখানার একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পারুল, শাহনাজ, সায়লা, হেনা ও লাইজুসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার করে ২০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি জন্য পাঠিয়েছে। নওগাঁয় বৃদ্ধ ওপ্রতিবন্ধী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শনিবার সন্ধ্যায় সদর ও ধামইরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রতিবন্ধীসহ দু’জন নিহত হয়েছেন। জানা গেছে, ঘটনার সময় সদর উপজলোর জগৎসিংহপুরে ট্রাক্টরের ধাক্কায় রাব্বি (২৩) নামে এক শারীরিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। রাব্বি সদর উপজলোর জগৎসিংহপুর গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র। অপরদিকে ধামইরহাট উপজেলার কড়ইডাঙ্গা গ্রামের দেওয়ান জহর আলী নবাই (৭৬) নামে এক বৃদ্ধ বাড়ি থেকে হরিতকীডাঙ্গা বাজারে যাওয়ার পথে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক সড়কের নয়াপুকুরে রাস্তা পার হয়ার সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। কচুয়ায় কলেজ অধ্যক্ষের কক্ষ ভাংচুর নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ২৪ ডিসেম্বর ॥ সাচার ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আমিন ও অন্য শিক্ষকদের প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে, অধ্যক্ষের কার্যালয়ের জানালার গ্লাস ভাংচুর করেছে এইচএসসি ফর্ম ফিলাপ বঞ্চিত শিক্ষার্থীরা। রবিবার ৩টার দিকে সাচার ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার ফর্ম ফিলাপের শেষদিনে অকৃতকার্য শিক্ষার্থীরা ফর্ম ফিলাপের দাবিতে কলেজের মূল গেট ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বুঝিয়ে তালা খুলে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বরিশালে বিএমএ নির্বাচনে স্বাচিপ প্যানেল বিজয়ী স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) বরিশাল জেলা শাখার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বাধীনতা চিকিৎক পরিষদ (স্বাচিপ) প্যানেল বিজয়ী হয়েছে। রবিবার বেলা ১২টায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডাঃ মানবেন্দ্র সরকার এ ঘোষণা দেন। বিএমএ’র ২০১৮-১৯ এর কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বহাল থাকছেন ডাঃ মোঃ মনিরুজ্জামান শাহিন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডাঃ মোঃ তৈয়বুর রহমান ও শেরই বাংলা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডাঃ সৈয়দ মাকসুমুল হক। নয় কঙ্কালসহ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভারত থেকে পাচার করে নিয়ে আসার সময় ৯টি মানব কঙ্কালসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে রাজশাহী নগরীর শ্রীরামপুর পদ্মানদীর বাঁধ এলাকা থেকে এসব কঙ্কাল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এ ঘটনায় গ্রেফতার পাচারকারীর নাম শুকুর আলী। সে নগরীর শ্রীরামপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
×