ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভোলায় ২১ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

প্রকাশিত: ০৬:০২, ২৭ নভেম্বর ২০১৭

ভোলায় ২১ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৬ নবেম্বর ॥ শহরের চকবাজার এলাকায় কয়েকটি দোকান ও গুদাম থেকে প্রায় ৬০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের চকবাজার সুতাপট্টি এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে এসব নতুন অবৈধ জাল জব্দ করে। অভিযোগ রয়েছে, ভোলা শহরের প্রাণকেন্দ্র জিয়া মার্কেট সংলগ্ন কাঁচাবাজার এলাকায় এতদিন ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে একটি প্রভাবশালী চক্র কারেন্ট জাল বেচাকেনা করে আসছিল। গত এক সপ্তাহ আগে ভোলা সদর উপজেলা হলরুমে মৎস্য সম্পদ রক্ষা নিয়ে এক সভায় কারেন্ট জাল কোথায় বিক্রি হয় তা তুলে ধরা হলে তারপর এ প্রশাসনের নাকের ডগায় সুতাপট্টিতে কোস্টগার্ড অভিযান চালিয়ে বিশাল এই অবৈধ কারেন্ট জাল খুঁজে পায়। শনিবার রাতে কোস্টগার্ড এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ভোলা সদরের চকবাজার সুতাপট্টি এলাকায় বিভিন্ন গুদামে ব্যাপক অভিযান চালায়। এ সময় আনুমানিক ৬০ লাখ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক ২১ কোটি টাকা। পরে আটককৃত কারেন্ট জালগুলোকে রাতে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।
×