ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে তিন নারীসহ ৭ অপমৃত্যু

প্রকাশিত: ০৭:৩৪, ৭ নভেম্বর ২০১৭

রাজধানীতে তিন নারীসহ ৭ অপমৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে তিন নারীসহ সাতজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এসব লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে। পুরনো ঢাকার বংশালে বাসার সিঁড়িতে পা পিছলে পড়ে আছমা বেগম (৫০) নামের এক বাক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। তিনি বংশালের হাজী ওসমান গনি রোডের ১৩০ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন। বংশাল থানা পুলিশ জানায়, নিহতের পরিবারের কারও অভিযোগ না থাকায় তার মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মিরপুর ১২ নম্বরে নির্মাণাধীন ১২ তলা ভবনের তিন তলায় কাজ করার সময় মাথায় বাঁশ পড়ে হারুন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু ॥ খিলগাঁও ও শাহজাহানপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজন নিহত হয়েছে। সোমবার দুপুরে খিলগাঁওয়ের বাগিচা এলাকায় ট্রেনে কাটা পড়ে আম্বিয়া খাতুন (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার স্বামীর নাম ডানু মিয়া। তিনি শান্তিবাগ এলাকায় থাকতেন। শাহজাহানপুর ফুটওভারব্রিজের নিচে রেললাইন পার হতে গিয়ে টেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক পথচারী মারা গেছে। আত্মহত্যা ॥ বাড্ডায় বোনের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাতেমাতুজ্জোহরা (৩০) নামের এক নারী। মৃতের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলার হুইখালিতে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু ॥ বংশালের একটি বাসায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী নামে এক ভার্সিটি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আগাসাদেক রোডের ৯৬ নম্বর পঞ্চমতলায় নিজ বাড়িতে থাকতেন। কয়েদির মৃত্যু ॥ ঢাকা কেন্দ্রীয় কারাগারে জয়নাল (৬২) নামে এক কয়েদির (নম্বর ৭২৩/এ) মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আব্দুর রহিম। কারারক্ষী মোঃ হানিফ জানান, গত ১২ অক্টোবর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর অসুস্থ অবস্থায় কয়েদি জয়নালকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।
×