ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে হাতুড়ে চিকিৎসকের অস্ত্রোপচারে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:১০, ২৯ অক্টোবর ২০১৭

গাজীপুরে হাতুড়ে চিকিৎসকের অস্ত্রোপচারে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে হাতুড়ে ডাক্তার দিয়ে পিঠের টিউমার অপারেশন করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম রফিক। সে শ্রীপুর উপজেলার সিংগাদীঘি গ্রামের অটোরিক্সাচালক আল আমিনের ছেলে। ঘটনার পর হাতুড়ে ডাক্তার আলম মিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। শ্রীপুর মডেল থানার এসআই আবুল হাসান ও নিহতের দাদা মুজিবুর রহমান জানান, গত কিছুদিন ধরে শিশু রফিকের পিঠের ডান পাশে পাঁজরের উপরে একটি মাংসপি- ফুলে উঠতে দেখা যায়। শুক্রবার সকালে রফিককে নিয়ে স্থানীয় চকপাড়া মেডিক্যাল মোড়ের আলম ফার্মেসিতে যান তার বাবা আল আমিন। সেখানে ওই ফার্মেসির মালিক হাতুড়ে চিকিৎসক আলম মিয়া ফুলে যাওয়া অংশটি টিউমার হিসেবে চিহ্নিত করেন। আলম মিয়া স্থানীয় কপাটিয়াপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে। ওই চিকিৎসক টিউমারটি অপারেশন করে ফেলে দেয়ার পরামর্শ দেন এবং তিনি নিজেই অপারেশনটি তার ফার্মেসিতে করতে পারবেন বলে দাবি করেন। ওই অপারেশনে চার হাজার টাকার চুক্তিতে দুই হাজার টাকা অগ্রিম নিয়ে আলম কোন প্রকার পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ওই শিশুর পিঠের টিউমারটি ব্লেড দিয়ে কেটে অপারেশনের কাজ শুরু করেন। এতে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসক আলম তা বন্ধ করতে ব্যর্থ হন। একপর্যায়ে রোগী ফেলে ডাক্তার আলম ও তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে শ্রীপুরের মাওনার আল হেরা হাসপাতালে নিয়ে যান। কিন্তুঅবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে শিশুটি মারা যায়।
×