ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিইউপির নতুন প্রোভিসির যোগদান

প্রকাশিত: ০৪:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭

বিইউপির নতুন প্রোভিসির যোগদান

রাষ্ট্রপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর চ্যান্সেলর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদারকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এর প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেছেন। নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ২৫ সেপ্টেম্বর বিইউপিতে যোগদান করেন। প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার ১৯৫৪ সালের ১ নবেম্বর নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশ- বিদেশের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতার সুদীর্ঘ ৩৪ বছর অতিবাহিত করেন। বিইউপিতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের সদস্য হিসেবে ২০১৪ সাল থেকে কর্মরত ছিলেন। এছাড়া দেশ-বিদেশের স্বীকৃত জার্নালে তার শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।-বিজ্ঞপ্তি
×