ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বংশালে তরুণীর গলিত লাশ উদ্ধার, কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০১৭

বংশালে তরুণীর গলিত লাশ উদ্ধার, কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার বংশালে একটি বাড়ির গ্যারেজে থাকা গাড়ি থেকে অজ্ঞাত এক তরুণীর (২৫) গলিত গলিত লাশ উদ্ধার এবং কুড়িলে ট্রেনের ধাক্কায় ফারুক হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বংশালের আব্দুল হাদী লেনের একটি বাড়ির গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে লাশটি উদ্ধার হয়। বাড়ির বাসিন্দারা জানান, পচা গন্ধে আশপাশের মানুষ ও তারা টিকতে পারছিলেন না। এরপর থেকেই গন্ধ কোথা থেকে আসছে তা জানার চেষ্টা চলতে থাকে। খুঁজতে খুঁজতে ওই গাড়িটির ভেতর থেকেই গন্ধ আসছে বলে তারা নিশ্চিত হন। তারা গাড়ির কাপড় সরিয়ে ভেতরে মানুষের লাশের মত দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কায়কোবাদ কাজী জনকণ্ঠকে বলেন, গাড়িটি বাড়িটির নিচতলায় থাকা গ্যারেজে ছিল। গাড়িটি কাপড়ের ঢাকনা দিয়ে ঢাকা ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। উদ্ধারকৃত ওই নারীর সার্বিক দিকে পর্যালোচনা করে মনে হয়েছে নিহতের বয়স আনুমানিক পঁচিশ বছর। তাকে হত্যা করার বিষয়টি একপ্রকার নিশ্চিত। ওই তরুণীকে অন্তত ১০ থেকে ১৫ দিন আগে হত্যা করা হয়েছে। লাশ পচে গেছে। ফলে ওই নারীর চেহারা স্পষ্ট বুঝা যাচ্ছিল না। তার পরিচয় নিশ্চিত হতে নির্বাচন কমিশন অফিসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। রবিবার ওই নারীর আঙ্গুলের ছাপ নিয়ে তার পরিচয় জানার চেষ্টা করা হবে। এ ছাড়া যে গাড়ি থেকে লাশটি উদ্ধার হয়েছে, সেটিও মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। তবে ওই গাড়ির মালিক গাড়িটি তার নয় বলে দাবি করেছেন। এ জন্য গাড়িটির নম্বর মিরপুর বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি)-এর কাছে পাঠানো হয়েছে। গাড়ির প্রকৃত মালিকের সন্ধান জানা গেলেই ঘটনার রহস্য অনেকটাই জানা সহজ হবে। হত্যার আগে ওই তরুণী ধর্ষিত হয়েছিল কিনা তার পরীক্ষা চলছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তরুণীর পরিচয় জানা যায়নি। এদিকে শনিবার সকাল দশটার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড রেললাইনে ট্রেনের ধাক্কায় ফারুক হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ফারুক রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মোঃ আকবর আলীর ছেলে ছিল। ফারুক ঢাকায় একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিল। কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল্যাহ জানান, ফারুক রেললাইনের ওপর দিয়ে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
×