ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সেতু আছে, সড়ক নেই

প্রকাশিত: ০৭:২১, ১০ আগস্ট ২০১৭

সেতু আছে, সড়ক নেই

নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা ৯ আগস্ট ॥ সেতু আছে। কিন্তু সংযোগ (এ্যাপ্রোচ) সড়ক নেই। আর এ কারণে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি এলাকাবাসীর কোন কাজে আসছে না। উপরন্তু সেতুর দুই পাশে আরও দুটি বাঁশের সাঁকো নির্মাণ করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে তাদের। সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে কলমাকান্দা উপজেলার গুতুরা-আমবাড়ি সড়কের পলাশহাটিতে। জানা গেছে, কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পোগলা, মনকান্দিয়া, পলাশহাটি, রামনাথপুর ও আমবাড়ী গ্রামের বাসিন্দাদের যাতায়াতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) গত অর্থবছরে পলাশহাটি খালের ওপর এ সেতু নির্মাণ করে। কিন্তু সেতু নির্মাণ করা হলেও এটির দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এ কারণে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি জনগণের কোন উপকারেই আসছে না। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছে। ভারি পণ্য পরিবহন করতে গিয়ে মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে তাদের।এ ব্যাপারে যোগাযোগ করা হলে পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ জানান, সেতুটির নির্মাণ প্রকল্পে সংযোগ সড়কের জন্য খুব সামান্য পরিমাণ টাকা বরাদ্দ ছিল। ওই টাকায় সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। পরবর্তীতে এলজিইডি নতুন প্রকল্পের মাধ্যমে মাটি কাটার উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই মাটি কাটা হবে। সংবাদদাতা বেলকুচি সিরাজগঞ্জ থেকে জানান, এনায়েতপুরের জালালপুর ইউনিয়নের সালদার বিলের সেতুর উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিলের মধ্যে সড়ক না থাকায় কোন কাজেই আসছে না সেতুটি। পরিত্যক্ত সেতুর চারপাশে আগাছা জন্মে ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে। রাত হলেই বর্ষায় নৌকা নিয়ে এবং শুষ্ক মৌসুমে ব্রিজের নিচে অবৈধ কাজসহ চলে মাদক সেবন। এছাড়া সেতুটি মূল সড়কের পাশে হওয়ায় আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে।
×