ঢাকা, বাংলাদেশ   রোববার ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিসিএস শিক্ষা ক্যাডার

বিভাগীয় পদোন্নতি কমিটির সভা সিদ্ধান্ত ছাড়াই মূলতবি

প্রকাশিত: ০৮:২৯, ৯ আগস্ট ২০১৭

বিভাগীয় পদোন্নতি কমিটির সভা সিদ্ধান্ত ছাড়াই মূলতবি

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদে পদোন্নতির জন্য বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা সিদ্ধান্ত ছাড়াই মূলতবি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে শুরু হয়। কিন্তু পদোন্নতির তালিকায় নানা অসঙ্গতি থাকায় মাত্র দুই ঘন্টা সভা চলার পরই তা মূলতবি করা হয়। এতে পদোন্নতির তালিকায় থাকা ১ হাজার ২৯৩ জন শিক্ষকের অধ্যাপক হওয়ার অপেক্ষা আরো বাড়লো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, দেশের ৩৩৫ সরকারি কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের পদ সংখ্যা ১৫ হাজার ১১২টি। অধ্যাপদের পদ রয়েছে এক হাজার ৭০টি। এর মধ্যে বিষয়ভিত্তিক পদের সংখ্যা মাত্র ৫২১টি। আর মোট অধ্যাপক পদের মধ্যে কর্মরত রয়েছে ৯৮০ জন। ফলে অধ্যাপকের মাত্র ৮০টি পদ শূন্য রয়েছে। কিন্তু পদোন্নতি যোগ্য শিক্ষকের সংখ্যা এক হাজার ২৯৩ জন। যাদের সকলের তালিকা নিয়ে ডিপিসির সভায় হাজির হয়েছিলেন মাউশি অধিদফতরের কর্মকর্তারা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবি সরকারি কলেজ শিক্ষকদের জন্য নতুন পদ সৃষ্টির দাবি তুলেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বিসিএস শিক্ষা সমিতির নেতারা দেখা করে এ দাবি জানিয়েছেন। শিক্ষক নেতারা বলেন, অনেক কলেজ সরকারি হলেও দীর্ঘদিন পদ সৃষ্টি হয়নি। নতুন পদ সৃষ্টি করলে জনবল ঘাটতি পূরণ করা সম্ভব হবে। প্রচলিত ‘প্যাটার্ন’ (কাঠামো) মোতাবেক এক হাজার ২০০ অধ্যাপকসহ ১২ হাজার পদ সৃষ্টির প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনাধীন আছে।
×