ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১

ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে কলাপাড়ায় জলোচ্ছ্বাস

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী 

প্রকাশিত: ১৪:১২, ২৬ মে ২০২৪

ঘূর্ণিঝড়ের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে কলাপাড়ায় জলোচ্ছ্বাস

ঘূর্ণিঝড়ের  প্রভাবে অস্বাভাবিক জোয়ার

ঘূর্ণিঝড়  রেমালের প্রভাবে কলাপাড়ার গোটা উপকূল জুড়ে রবিবার দুপুরে অস্বাভাবিক জোয়ার জলোচ্ছ্বাসে পরিনত হয়েছে। সেই সাথে থেমে থেমে দমকা ঝড়ো হাওয়া বইছে।  

রবিবারের অস্বাভাবিক জোয়ার সৃষ্ট জলোচ্ছ্বাসে চাকামইয়ায় বেড়িবাঁধের একটি অংশ ভেঙে জনপদে জোয়ারের পানি প্রবেশের খবর পাওয়া গেছে।

দুপুরের অস্বাভাবিক জোয়ার সৃষ্ট জলোচ্ছ্বাসে ১২ ইউনিয়ন ও দুই পৌরসভার বেড়িবাঁধের বাইরের শত শত পরিবারের বাড়ি-ঘর, দোকান পাট প্লাবিত হয়েছে।  চর গঙ্গামতি এলাকায় সহস্রাধিক জেলে পরিবারের বাড়িঘর দুপুরের অস্বাভাবিক জোয়ার সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। 

যদিও এখন জোয়ারের পানি কমতে শুরু করেছে। তবে রাতে ঘূর্ণিঝড়ের তান্ডবসহ বড় ধরনের জলোচ্ছ্বাস শঙ্কায় আছেন উপজেলার লাখো পরিবার। ঘূর্ণিঝড় রেমাল আতঙ্কে শনিবার রাত থেকে লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্রে আগতদের উপস্থিতি ক্রমশ বাড়ছে। 

উপজেলা দূর্যোগে ব্যবস্থাপনা কমিটির তথ্যানুসারে এখানে ১৭৫ টি আশ্রয় কেন্দ্র এবং ২০ টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। রেমাল মোকাবেলায় সিপিপির স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিক সচেষ্ট থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।  

বর্তমানে কলাপাড়া উপকূল জুড়ে বিরাজ করছে ঘূর্ণিঝড়  আতঙ্ক। 

শহিদ

×