ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মিঠু হত্যার বিচার দাবিতে বিএনপির স্মারকলিপি

প্রকাশিত: ০৬:৫৯, ৩০ মে ২০১৭

মিঠু হত্যার বিচার দাবিতে বিএনপির স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু ও তার দেহরক্ষী নওশের গাজীর হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে খুলনা জেলা প্রশাসক ও রেঞ্জ ডিআইজির মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক আমিন উল আহসান ও দুপুর ১২ টায় রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ এই স্মারকলিপি গ্রহণ করেন। জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। স্মারকলিপিতে বলা হয়, জেলার জনপ্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু ও নওশের গাজীকে ২৫ মে রাতে ডিবি পোশাক পরিহিত খুনীরা তার অফিসে প্রবেশ করে গুলি চালিয়ে হত্যা করে। তিন মোটরসাইকেলে আসা ৯ খুনী হত্যাকা- ঘটিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। এর আগে খুনীরা মিঠুর পিতা সরদার আবুল কাশেম, পরে তার ভাই আবু সাঈদ বাদলকেও গুলি করে হত্যা করে। এই দুই হত্যা মামলার বাদী ছিল সরদার আলাউদ্দিন মিঠু। ধারাবাহিক এই হত্যাকা- একটি পরিবারকে শেষ করার জন্য ঠা-া মাথার পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করা হয়। স্মারকলিপিতে অবিলম্বে খুনীদের গ্রেফতারে কার্যকর ব্যবস্থা গ্রহণ, অস্ত্র উদ্ধার, খুনীদের বিচার ও মিঠুর পরিবারকে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবমুক্ত থেকে নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালনের দাবি জানানো হয়।
×