ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

হাওরে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ছুটি বাতিল : মায়া

প্রকাশিত: ০০:৪৮, ২৬ এপ্রিল ২০১৭

হাওরে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের ছুটি বাতিল : মায়া

স্টাফ রিপোর্টার ॥ বন্যাপ্লাবিত হাওরের ৬ জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে বুধবার হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজকে ছয়টি জেলায় এই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সব ছুটি বাতিল করেছি। স্ট্যান্ডবাই থাকার অনুরোধ করেছি। কোনরকম ছুটি নেই। বানভাসী মানুষের পাশে থেকে ২৪ ঘণ্টা কাজ করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি।’ এছাড়া আগামী ফসল না ওঠা পর্যন্ত হাওর অঞ্চলে ৩ লাখ ৩০ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে মাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাল ও ৫০০ টাকা করে বিতরণ করা হবে। এছাড়া ১০ টাকা কেজি দরে সুলভমূল্যে চাল বিতরণ ও ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে গত ২৯ মার্চ সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের হাওর অঞ্চল বন্যায় প্লাবিত হয়। সরকারি হিসাবে বন্যায় প্রায় ২ লাখ হেক্টর জমির বোরো ধান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক হাজার ৭৬ টন মাছ মারা গেছে, হাঁস মারা গেছে ৩ হাজার ৮৪৪টি। তিনি বলেন, সরকারের কাছে পর্যাপ্ত খাবার রয়েছে। সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে, কেউ না খেয়ে মারা যাবে না। মন্ত্রী বলেন, একটি মানুষও যেন না খেয়ে মারা না যায়, তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছি। আমরা জানি, কৃষকের এই সমস্যা ২-৪ দিন বা ২-৪ মাসের মধ্যে কাটিয়ে ওঠা কোন মতেই সম্ভব না। আগামী ফসল না ওঠা পর্যন্ত তাদেরকে খাদ্যসহ সব রকমের সাহায্য দেব।
×