ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাইবান্ধা উপনির্বাচন আওয়ামী লীগ প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত

প্রকাশিত: ০৫:৩৬, ২৩ মার্চ ২০১৭

গাইবান্ধা উপনির্বাচন  আওয়ামী লীগ প্রার্থী বেসরকারীভাবে  নির্বাচিত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২২ মার্চ ॥ সুন্দরগঞ্জ উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে। বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন ফল ঘোষণা করেন। নৌকা প্রতীকে গোলাম মোস্তফা পেয়েছেন ৯০ হাজার ১৬৯, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপা (এরশাদ) প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬০ হাজার একশ’ ভোট। নিñিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি ছিল অত্যন্ত কম। নারী ভোটারদের উপস্থিতি ছিল খুব কম। তবে দুপুর একটার পর ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা বৃদ্ধি পায়। সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান ও ভোট কেন্দ্রের শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ, আনসার ও বিজিবি উপস্থিতি ছিল উল্লেখযোগ্যসংখ্যক। এছাড়াও র‌্যাব, বিজিবি পুলিশের স্টাইকিং ফোর্স এবং ম্যাজিস্ট্রেটদের টহলদারি অব্যাহত ছিল।
×