ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

প্রকাশিত: ০৫:৫৫, ৫ জানুয়ারি ২০১৭

৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার  সময়সূচী প্রকাশ

বিডিনিউজ ॥ ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়ের সময়সূচী প্রকাশ করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে বলে বুধবার কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষাসূচী পরে জানাবে পিএসসি। গত ৩০ সেপ্টেম্বর এ বিসিএসের প্রিলিমিনারিতে দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। প্রিলিমিনারিতে উত্তীর্ণ আট হাজার ৫২৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর ৫০ শতাংশ। লিখিত পরীক্ষায় প্রার্থী কোন বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোন নম্বর পাননি বলে গণ্য হবে। পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোন প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না। পরীক্ষা কেন্দ্রে বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ মোবাইল ফোন, ক্যালকুলেটর বা যে কোন ধরনের ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
×