ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইসলামী ভার্সিটি দিবস পালন

প্রকাশিত: ০৪:২৪, ২৩ নভেম্বর ২০১৬

ইসলামী ভার্সিটি দিবস পালন

ইবি সংবাদদাতা ॥ জমকালো ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩৮তম বিশ্ববিদ্যালয় পালিত হয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচীর প্রথম দিন বিভিন্ন আয়োজনের মধ্যে পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানা যায়, মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকাল সাড়ে আটটায় প্রশাসন ভবনের চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী এবং প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান। এদিকে সকাল নয়টায় সকল আবাসিক হলের প্রভোস্টগণ নিজ নিজ হলে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল দশটায় ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হমিদুর রহমান মিলনায়তনে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। পরে বেলা এগারোটায় বীরশ্রেষ্ঠ হমিদুর রহমান মিলনায়তনে প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমার সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা। সান্তাহারে দেড় হাজার কার্ড বাতিল নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২২ নবেম্বর ॥ দৈনিক জনকণ্ঠে প্রকাশিত ১০ টাকা কেজির চালের বদলে টাকা এবং তালিকা তৈরিতে দুর্নীতি সংক্রান্ত সংবাদের সত্যতা মিলেছে। তালিকা সংশোধনে বাতিল হয়েছে দেড় হাজারের অধিক কার্ড। তবে সংশোধিত তালিকায় এখনও অনেক সচ্ছল ব্যক্তির নাম রয়েছে বলে তথ্য মিলছে। হতদরিদ্রদের জন্য প্রধানমন্ত্রীর এ খাদ্যবান্ধব কর্মসূচী সফল করতে হলে ফের তালিকা সংশোধন করার পক্ষে অভিমত ব্যক্ত করছেন সচেতন মহল। জানা গেছে, বগুড়ার আদমদিঘি উপজেলায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ তালিকা তৈরিতে ইউপি চেয়ারম্যান-মেম্বার ও দলীয় নেতা কর্মীরা প্রভাব বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে সচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করে চাল বিতরণ ও চালের বদলে টাকা বিতরণ করে।
×