ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী রহমানের লাশ জুরাইনে দাফন

প্রকাশিত: ০৪:২০, ২৩ নভেম্বর ২০১৬

জঙ্গী রহমানের লাশ জুরাইনে দাফন

স্টাফ রিপোর্টার ॥ নিষিদ্ধ জঙ্গী সংগঠন জেএমবির নতুন শাখার অর্থদাতা আব্দুর রহমান ওরফে নাজমুল হক ওরফে সারোয়ার জাহানের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত হিসেবে লাশটি দাফন করা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় আব্দুর রহমানের লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ জানান, আব্দুর রহমানের কোনও স্বজন লাশ নিতে না আসেনি। তার লাশ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের মুগদা জোনের ডিউটি অফিসার মোস্তফা কামালের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকালে র‌্যাব-৪ এর কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার লুৎফুল কবির জানান, ঢাকার সাভারের আশুলিয়ায় জঙ্গী আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের হওয়া মামলাটি র‌্যাব-৪ তদন্ত করছে। তদন্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ লাশটি আঞ্জুমানের কাছে হস্তান্তর করেন। আঞ্জুমানের ডিউটি অফিসার রুহুল আমিন জানান, লাশটি কার তা তাদের জানা নেই। ঢাকা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করেছে। নিয়মানুয়ায়ী ধর্মীয় সব রীতি অনুসরণ করে লাশের দাফন করা হয়। আঞ্জুমানে মফিদুল ইসলামের মুগদা শাখার দায়িত্বরত কর্মকর্তা শাহাবুদ্দিন খন্দকার জনকণ্ঠকে জানান, লাশটি বিকেল সাড়ে চারটায় জুরাইন কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে সব ধর্মীয় রীতি অনুসরণ করা হয়। নিহতের লাশটি অজ্ঞাত হিসেবে দাফন করা হয়েছে।
×