ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মান্নার জামিনের আদেশ আপীল বিভাগে স্থগিত

প্রকাশিত: ০৫:৪৩, ১৫ নভেম্বর ২০১৬

মান্নার জামিনের আদেশ আপীল বিভাগে স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ সেনা বিদ্রোহে উস্কানি দেয়ার অভিযোগের মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন ২৭ নবেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। একই সঙ্গে এ সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপীল দায়ের করতে বলা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন সাঁওতালদের কোমর থেকে রশি (দড়ি) ও হাতকড়া খুলে দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর পদ থাকছে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য আগামী ২২ নবেম্বর তারিখ ঠিক করেছে হাইকোর্ট। সোমবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় কারাবন্দী সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন বহাল রেখেছে আপীল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তার মুক্তিতে বাধা নেই। এদিকে সংবিধানের অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার পরও ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা সংক্রান্ত রিট খারিজের বিরুদ্ধে আপীল আবেদন করেছেন রিটকারী আইনজীবী। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন ২৭ নবেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপীল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। মান্নার পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোহম্মদ ইদ্রিসুর রহমান। হাতকড়া খুলে দেয়ার নির্দেশ ॥ হাসপাতালে চিকিৎসাধীন সাঁওতালদের কোমর থেকে রশি (দড়ি) ও হাতকড়া খুলে দেয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নির্দেশ বাস্তবায়ন করে ১৬ নবেম্বরের মধ্যে একটি প্রতিবেদন হাইকোর্টে জমা দিতেও বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসা চলার সময় হাতকড়া পরিয়ে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকার পুলিশ কমিশনার, রংপুরের ডিআইজি, গাইবান্ধার পুলিশ সুপারসহ পাঁচজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর সোমবার হাইকোর্টের বিচারপতি মোঃ ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। নিজাম হাজারী ॥ ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর পদ থাকছে কি-না সে বিষয়ে সিদ্ধান্ত দেয়ার জন্য আগামী ২২ নবেম্বর তারিখ ঠিক করেছে হাইকোর্ট। নিজাম হাজারীর সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন করেছিল এক ভোটার, ওই রিটের চূড়ান্ত শুনানি শেষ করা হয়েছে, ওই দিন রায় ঘোষণা করবে আদালত। এ সংক্রান্ত রিট আবেদন শুনানি করে দুই বছর আগে হাইকোর্ট একটি রুল জারি করেছিলে। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে সোমবার হাইকোর্টের বিচারপতি মোঃ এমদাদুল হক ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের জন্য এ দিন ঠিক করে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও সত্যরঞ্জন ম-ল। নিজাম হাজারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন এমপি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু। আপীল দায়ের ॥ সংবিধানের অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা এবং পঞ্চদশ সংশোধনীতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনার পরও ইসলামকে রাষ্ট্রধর্ম রাখা সংক্রান্ত রিট খারিজের বিরুদ্ধে আপীল আবেদন করেছেন রিটকারী সমন্দ্রেনাথ গোস্বামী। তিনি সুপ্রীমকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপীল আবেদন করেছেন। আবেদনের ওপর চলতি সপ্তাহে চেম্বার জজ আদালতে শুনানি হতে পারে বলেও জানান তিনি। এর আগে সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদন খারিজের রায় প্রকাশ হয়েছে। রায় প্রকাশের আগে রায়ের অনুলিপিতে হাইকোর্টের বিচারপতি মোঃ এমদাদুল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার স্বাক্ষর করেন। মুক্তিতে বাধা নেই ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ্ এএমএস কিবরিয়া হত্যার বিস্ফোরক মামলায় কারাবন্দী সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিন বহাল রেখেছে আপীল বিভাগের চেম্বার আদালত।
×