ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এশিয়ান হাইওয়ে করার প্রস্তাব বিএনপি আমলের ॥ মোশাররফ

প্রকাশিত: ০৫:১৭, ১৬ অক্টোবর ২০১৬

এশিয়ান হাইওয়ে করার প্রস্তাব বিএনপি আমলের ॥ মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান জাতীয় সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না অভিযোগ করে এজন্যই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক না করে সরকারকে বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দল জাগপা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এশিয়ান হাইওয়ে করার প্রস্তাব বিএনপি আমলের। ড. মোশাররফ বলেন, আমি মনে করি, শি জিনপিংয়ের এ সফর চীনের প্রেসিডেন্টের সফরের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি সরকারকে পরিকল্পিতভাবে মেসেজ দিয়ে গেছেন। সে কারণে এ সফর ভূ-আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ। তিনি সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করেননি, কারণ তিনি মনে করেন বাংলাদেশের জনগণের নেত্রী হচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ড. মোশাররফ বলেন, চীনের প্রেসিডেন্ট সরকারকে বার্তা দিয়ে গেছেন, সরকার আসে-যায় কিন্তু চীনের কাছে জনগণই বেশি গুরুত্বপূর্ণ। তবে চীনের প্রেসিডেন্টের মূল বার্তা ছিল- বাংলাদেশের সকল সঙ্কটে চীন আমাদের পাশে থাকবে। এ কারণে তার এ সফরে তিনি ২৭টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। জনগণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য এ সকল চুক্তি প্রযোজ্য। সুতরাং বিএনপি প্রত্যাশা করে, সকল স্বার্থ জলাঞ্জলি দিয়ে দু’দেশের জনগণের উন্নয়নের জন্য এ সকল চুক্তি বাস্তবায়ন করা হবে। চীনের বৈদেশিক নীতিকে বিএনপি বিশ্বাস করে মন্তব্য করে ড. মোশাররফ বলেন, ছোট-বড় মিলেমিশে থাকতে হবে। সুতরাং একে অপরের সঙ্গে যুদ্ধ নয়- চীনের এ নীতিসহ সকল নীতিতে আমরা বিশ্বাসী। আমাদের অনেক সম্পদ ও বঙ্গপোসাগর রয়েছে। তাই দেশের ওপর অনেকের শ্যেনদৃষ্টি রয়েছে। তিনি বলেন, আমরা সম্প্রসারণবাদ-আধিপত্যবাদের শিকার। ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না। এটা চেয়ে নেয়ার কথা নয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান। বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। সার্ক সম্মেলন বর্জন অগ্রহণযোগ্য- দুদু ॥ কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারতকে সমর্থন জানিয়ে বাংলাদেশ সার্ক সম্মেলন বর্জন করেছে অভিযোগ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এ সম্মেলন বর্জনের বিষয়টি অগ্রহণযোগ্য। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদু বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ২৭টি চুক্তিতে দেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে মন্তব্য করে তিনি বলেন, আমরা দেশের চলমান সমস্যা আলোচনার মধ্য দিয়ে মীমাংসা করতে চাই। সেক্ষেত্রে যদি সরকার কর্ণপাত না করে তাহলে কিভাবে করতে হয় বাঙালীরা জানে। কারণ তাদের পূর্ব অভিজ্ঞতা আছে। আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মহিলা দলের যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।
×