ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ॥ মামলা

প্রকাশিত: ০৬:১১, ৩ অক্টোবর ২০১৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ॥ মামলা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২ অক্টোবর ॥ ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করার অভিযোগে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে রংপুরে এক শ’ কোটি টাকার মানহানির মামলা হয়েছে। রবিবার দুপুরে রংপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। বিশেষ পিপি রেজাউল হক রেজা জানান, বিচারক মোশতাক আহমেদ অভিযোগ আমলে নেন। তবে অভিযোগ সাইবার সংক্রান্ত হওয়ায় বিচারক তা তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দেয়ার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, ২৫ সেপ্টেম্বর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লেখেন ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। বাদির আইনজীবী খন্দকার রফিক হাছনাইন বলেন, আসামির এ ধরনের কর্মকা- ফৌজদারি অপরাধের শামিল। ঝিনাইদহ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ থেকে জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুর রশিদ এ মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি সরাসরি এজাহার হিসেবে গণ্য করার জন্য ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে। মামলার বিবরণে জানা যায়, ২৫ সেপ্টেম্বর রাত ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী ফেসবুক আইডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে পোস্ট করেছেন।
×