ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ও জঙ্গীবাদ রোখার অঙ্গীকার ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের

প্রকাশিত: ০৬:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবাদ রোখার অঙ্গীকার ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের

বিশেষ প্রতিনিধি ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ রুখে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। সোমবার ধানম-ি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। রবিবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ৬৮ সদস্য ও দক্ষিণ আওয়ামী লীগের ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া উত্তরের কমিটিতে উপদেষ্টা হিসেবে ৯ জন এবং দক্ষিণের কমিটিতে ৬ জনকে সদস্য করা হয়েছে। ভারতীয় ভিসার জন্য প্রবীণদের ই-টোকেন লাগবে না স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সিনিয়র সিটিজেনদের জন্য ভিসা প্রাপ্তি সহজ করল ভারত। একই সঙ্গে সিনিয়র সিটিজেনরা পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা পাবেন। ৬৫ বছর বা এর বেশি বয়সের বাংলাদেশী জ্যেষ্ঠ নাগরিকদের (সিনিয়র সিটিজেন) ভিসা আবেদন জমা দেয়ার জন্য কোন ধরনের সাক্ষাতকারের তারিখ/ই-টোকেন নেয়ার আর প্রয়োজন পড়বে না। আগামী ১৮ সেপ্টেম্বের থেকে তারা নিজেরাই বাংলাদেশের যেকোন ভারতীয় ভিসা সার্ভিস সেন্টারে গিয়ে ভিসা আবেদন জমা দিতে পারবেন। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশন থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬৫ বছর বা তদুর্ধ প্রবীণরা কোন পূর্ব অনুমতি বা টোকেন ছাড়াই বাংলাদেশের যে কোন ভারতীয় ভিসাকেন্দ্রে গিয়ে তাদের ট্যুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। প্রবীণরা দীর্ঘমেয়াদী পাঁচ বছরের ভিসা পেতে পারেন। বাংলাদেশের প্রবীণদের জন্য এটি ভারত সরকারের শুভেচ্ছা স্মারক। এর ফলে দু’দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। টানা ছুটির অবসরে ঈদের টানা লম্বা ছুটি নগরবাসীকে কিছুটা দম ফেলানোর সুযোগ এনে দিয়েছে। নগরীর পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। সপরিবারে ঘুরে বেড়িয়েছেন অনেকেই। রাজধানীর হাতিরঝিল এলাকাতেও দেখা গেছে বেড়াতে বের হওয়া নানা বয়সী মানুষের ভিড়। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্র। ঈদেও মাছ ধরা ঈদেও বন্ধ ছিল না বুড়িগঙ্গায় জেলেদের মাছ ধরা। এই ঈদে যখন বেশিরভাগ মানুষ কোরবানি নিয়ে ব্যস্ত জেলেরা তখন জাল নিয়ে বুড়িগঙ্গার দূষিত পানি চষে বেড়িয়েছে। কোরবানির ঈদ হলেও এ সময়ে বাজারে মাছের চাহিদা থাকে বেশ। তাই জেলেদের এ ব্যস্ততা। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×