ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নারীকে আটকে মুক্তিপণ দাবি

প্রকাশিত: ০৪:৩২, ১৮ জুলাই ২০১৬

নারীকে আটকে মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের শহিদা বেগম (৩৮) নামে এক নারীকে বক্সবাজারের টেকনাফে বেড়ানোর নামে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শহিদা বেগমের ভাবি নুরুন্নাহার শনিবার রাতে কোতয়ালি থানায় অভিযোগ দিতে এসে এ কথা জানান। এ ঘটনায় তিনি তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলো- কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী জুম্মাপাড়া নীলবাজার এলাকার মফিজুর রহমানের দুই ছেলে সোহাগ (২৮), শহিদুল ইসলাম (৩৫) এবং মেয়ে রোকেয়া (১৯)। শহরতলীর চাঁচড়া মধ্যপাড়ার আকমান হোসেনের স্ত্রী নুরুন্নাহার বলেছেন, তার স্বামীর মোবাইল ফোনে ৭-৮ মাস আগে একটি ফোন আসে। একপর্যায়ে ওই তিন অভিযুক্তের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠে। তারা যশোরের আকমান হোসেনের বাড়িতে বেড়াতে আসেন বেশ কয়েকবার। তারা নুরুন্নাহার, তার ননদ শহিদা বেগমকে টেকনাফে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বেশ কয়েকবার প্রস্তাব দেন। গত ১৪ জুলাই ওই তিনজন ফের বেড়াতে আসে যশোরে এবং শহিদাকে টেকনাফে বেড়াতে নিয়ে যায়। কিন্তু নিয়ে যাওয়ার পর শহিদার কোন খোঁজ পাওয়া যায়নি। শনিবার বেলা ১১টার দিকে আকমান হোসেনের মোবাইলে একটি ফোন দিলে বলা হয় শহিদাকে আটকে রাখা হয়েছে। তাকে পেতে হলে ৫ লাখ টাকা লাগবে। টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেয়া হয়েছে। মুক্তিপণ আদায়ের জন্য শহিদাকে মারপিট করা হচ্ছে বলে তার ভাবি নুরুন্নাহার বেগম অভিযোগ করেছেন।
×