ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেন্ডার বাক্স থেকে সিডিউল উধাও

প্রকাশিত: ০৭:১৮, ১৬ জুন ২০১৬

টেন্ডার বাক্স থেকে সিডিউল উধাও

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ জুন ॥ শিক্ষা প্রকৌশল অধিদফতরের টেন্ডার বাক্স থেকে সিডিউল (দরপত্র) উধাও। ঘটনার প্রতিবাদে সংশ্লিষ্ট প্রকৌশলীকে অবরুদ্ধ এবং সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ ঠিকাদাররা। মঙ্গলবার ইফতারের পর এই ঘটনাটি ঘটে। ঠিকাদাররা জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে টেন্ডার বাক্স খোলা হয়। কিন্তু বাক্সে ফেলার পরও সেখানে বেশ কিছু সিডিউল পাওয়া যায়নি। বিকেল ৩টায় ড্রপিংয়ের পর একদল টেন্ডারবাজ নির্বাহী প্রকৗশলীকে লাঞ্ছিত করে টেন্ডার বাক্স খুলে ভিতর থেকে বেশ কিছু সিডিউল বের করে ফেলে বলে অভিযোগ করা হয়। বিকেল ৪টায় বাক্স খুলে মাত্র ২৫টি সিডিউল পাওয়া যায়। ঠিকাদারদের আরেকটি সূত্র জানায়, সংশ্লিষ্ট প্রকৌশলী ওইসব টেন্ডারবাজদের সঙ্গে আঁতাত করে বাক্স থেকে টেন্ডার সরিয়ে ফেলেছেন। এতে বিক্ষুব্ধ ঠিকাদাররা প্রকৌশলীকে অবরুদ্ধ করে সন্ধ্যায় সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঠিকাদার মোহাম্মদ আলী ও দেওয়ান আবু মোস্তফা বলেন, দরপত্র বিক্রির পর থেকেই চিহ্নিত টেন্ডারবাজ সিডিউল জমা দিতে নানাভাবে বাধা দিয়ে আসছিল। এদিন টেন্ডার বাক্স থেকে সিডিউল সরিয়ে ফেলে শুধু চিহ্নিত টেন্ডারবাজদের সিডিউল বাক্সে রাখা হয়। তারা পুনঃটেন্ডারের দাবি জানান। বুধবার সংশ্লিষ্ট অফিসে গিয়ে পিয়ন ছাড়া কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী রওশন আলীর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বাক্সের কাছে পুলিশ পাহারা ছিল। বাক্সের ভিতর থেকে সিডিউল উধাও হওয়ার ঘটনাটি অবিশ্বাস্য। তবে নির্বাহী প্রকৌশলী পুনঃটেন্ডার ঘোষণা করার কথা বললে বিক্ষুব্ধ ঠিকাদাররা শান্ত হয়। এ সময় নির্বাহী প্রকৌশলী রায়হান বাদশার বক্তব্য নিতে বেশ কয়েকবার তার মুঠো ফোনে রিং দিলেও তিনি ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। বুধবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ খাদ্য গুদামের সামনের রাস্তায় সরেজমিনে দেখা যায়, শহরের কাজীর মোড় থেকে মুক্তির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দুই ধারে সারি করে অর্ধশতাধিক ধান বোঝাই ট্রাক, ট্রাক্টর, ট্রলি, ভটভটি দাঁড়িয়ে আছে। ব্যস্ততম সড়কের দুই ধারে রাস্তা দখল করে ট্রাক দাঁড় করে রাখার জন্য রিক্সা, ইজিবাইক, পিক আপ গাড়িসহ অন্যান্য গাড়ি যানজটের কারণে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রয়েছে। খাদ্য গুদামের ভিতরেও অন্তত ৩০টি ট্রাক আনলোড হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
×