ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে খুলনায় বাবা-মেয়েসহ নিহত ৪ ॥ অন্যত্র আরও সাতজন

প্রকাশিত: ০৫:৪১, ১৩ জুন ২০১৬

বজ্রপাতে খুলনায় বাবা-মেয়েসহ নিহত ৪ ॥ অন্যত্র আরও সাতজন

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে রবিবার ছয় জেলায় কমপক্ষে ১১জন নিহত হয়েছে। এর মধ্যে খুলনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। এছাড়া চাঁদপুরে তিনজন, যশোরে এক বিএনপি নেতা, সাতক্ষীরায় এক এনজিওকর্মী, বাগেরহাটে এক নারী ও নড়াইলের কালিয়ায় এক রাখাল নিহত হয়। আর বাগেরহাটে মেঘের গর্জনে আতঙ্কিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সূত্র জানায়, রবিবার সকালে খুলনার কয়রার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে নিজেদের ঘরের বারান্দায় ছিলেন মুরাদ গাজী (৩৩) ও তার মেয়ে মুসলিমা আক্তার সোনালী (৫)। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে বাবা ও মেয়ের মৃত্যু হয়। প্রায় একই সময় পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খুরিয়া গ্রামে ঘরে অবস্থানকালে মান্নান গাজী (৪৫) বজ্রপাতে নিহত হন। বজ্রপাতে পাইকগাছার বিভিন্ন এলাকায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভোরে বটিয়াঘাটার দারোগার ভিটা এলাকার নবীনগর গ্রামে আম্বিয়া বেগম (৪০) নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি এ সময় ঘরের বারান্দায় দাঁড়িয়েছিলেন বলে জানা গেছে। খুলনায় শনিবার রাত একটা থেকে রবিবার সকাল নয়টা পর্যন্ত খুলনায় ভারি ও মাঝারি বৃষ্টিসহ ব্যাপক বজ্রপাত হয়। বজ্রপাতের সঙ্গে ঘনঘন তীব্র মেঘের গর্জনে জনজীবনে আতঙ্ক ও ভীতিকর অবস্থা সৃষ্টি করে। বাগেরহাট ॥ বাগেরহাটসহ আশপাশের এলাকায় রবিবার ভোরে মেঘের ভয়াবহ গর্জন ও ব্যাপক বজ্রপাতের ঘটনা ঘটে। প্রায় ১৫ মিনিট ধরে অস্বাভাবিক এ বজ্রপাতে সর্বত্র তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। এখানে ঘুমন্ত অধিকাংশ পরিবারের নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ সকলেরই ঘুম ভেঙ্গে যায়। জেগে উঠে আতঙ্কিত অনেকে নিজ নিজ ধর্মের প্রার্থনা করেন। বজ্রপাত ও মেঘের ভয়াবহ গর্জনে দুই নারীর মৃত্যু হয়েছে। কচুয়ার কচুয়া গ্রামের মুক্তিযোদ্ধা আঃ রশিদের মেয়ে মনোয়ারা বেগম (৩৫) বজ্রপাতে নিহত হন। এছাড়া মেঘের ভয়াবহ গর্জনে আতঙ্কিত হয়ে ফকিরহাটের হোচলা গ্রামে মতলেব শেখের স্ত্রী রোকেয়া বেগম (৬০) মারা যান। সাতক্ষীরা ॥ আশাশুনিতে মালতি রাজবংশী (৪৫) নামে এক এনজিওকর্মী বজ্রপাতে নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটার দিকে ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে তিনি নিজবাড়িতে মারা যান। নিহত মালতি খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের তারাপদ রাজবংশীর মেয়ে ও বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের একজন কর্মী। নড়াইল ॥ কালিয়ার বাহিরডাঙ্গা গ্রামের নবগঙ্গা নদীর তীরে অবস্থানরত শূকরপালের রাখাল অতুল কুমার রায় (৫৫) বজ্রপাতে মারা গেছেন। শনিবার রাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। অতুল যশোরের নরেন্দ্রপুর গ্রামের মৃত মতিলাল রায়ের ছেলে। যশোর ॥ সদর উপজেলার বানিয়াবহু গ্রামে বজ্রপাতে ওয়ার্ড বিএনপি নেতা তাহাজ্জত মোড়ল (৬৫) মারা গেছেন। চাঁদপুর ॥ ইব্রাহীমপুর ইউনিয়নে ছিদ্দিকুর রহমান (৫০), বালিয়া ইউনিয়নে রবিনা বেগম (২৫) ও হাইমচর উপজেলায় ইয়াছিন ছৈয়াল (৩৫) নামে তিনজন বজ্রপাতে নিহত হয়েছেন।
×