ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৪, ১৮ এপ্রিল ২০১৬

জঙ্গীবাদের বিরুদ্ধে সোচ্চার হতে  হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সারা বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনাই। সারা বাংলাদেশের মানুষ আজকে এটাই অনুধাবন করে। আমরা যেভাবে জঙ্গীবাদ-সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করে চলেছি, সেভাবে ঢাকা মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি জঙ্গীবাদ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে বলে আশা করি। রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলটির কেন্দ্রীয় কার্যালয় নবনির্বাচিত ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ শাখা কমিটির প্রথম বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা প্রত্যন্ত অঞ্চলে যখনই গিয়েছি, সেখানে প্রধানমন্ত্রীর জনসভায় ঢল নামতে দেখেছি। মানুষ প্রধানমন্ত্রীর নামে প্ল্যাকার্ড বয়ে আনে। তাঁর যে আকাশচুম্বী জনপ্রিয়তা, তা এত দিনে আপনারা (বিএনপি) টের পেয়েছেন। শুধু বাংলাদেশে নয় শেখ হাসিনা প্রমাণ করেছেন যে, তিনি সারাবিশ্বের জননন্দিত নেতা। খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক একটি মহলের সঙ্গে আঁতাত করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারা সন্ত্রাস-জঙ্গীবাদের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করতে চায়। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের সময় যে আন্তর্জাতিক মহল ষড়যন্ত্র করেছিল, যারা (মার্কিন যুক্তরাষ্ট্র) সপ্তম নৌবহর পাঠিয়েছিল, সেই আন্তর্জাতিক মহল এখনও ষড়যন্ত্র করছে। এখন তারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করে। অথচ তাদের দেশের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। এখনও তারা বাংলাদেশে আইএস আছে বলে প্রচার করে। তারা বাংলাদেশকে জঙ্গীবাদী রাষ্ট্র বানাতে চায়। আজ সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপির সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
×