ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চৈত্রেই ফুলছড়িতে ভাঙ্গন ॥ উদ্বিগ্ন এলাকাবাসী

প্রকাশিত: ০৪:০৭, ১৩ এপ্রিল ২০১৬

চৈত্রেই ফুলছড়িতে ভাঙ্গন ॥ উদ্বিগ্ন এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ এপ্রিল ॥ গত কয়েকদিন ধরে ব্রহ্মপুত্রে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় ফুলছড়ির ফজলুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদীভাঙ্গন শুরু হয়েছে। ফলে এলাকার শত শত পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। ওই ইউনিয়নের চন্দনস্বর, উত্তর খাটিয়ামারী, পূর্ব খাটিয়ামারী, পশ্চিম খাটিয়ামারী, কুচখালী, নিশ্চিন্তপুর ও কাউয়াবাঁধা গ্রামের লোকজন নদীভাঙ্গনের মুখে তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। নদীভাঙ্গনের কবলে পড়ায় ইতোমধ্যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান অন্য স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ২০১০ সালে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবনটি নিলামে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্রের পানি বাড়তে থাকায় ফুলছড়ি উপজেলার উড়িয়ার রতনপুর, কালাসোনা, উদাখালী ইউনিয়নের সিংড়িয়া, গজারিয়ার গলনা, কামারপাড়া, জিয়াডাঙ্গা, কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর, পূর্ব কঞ্চিপাড়া, জোড়াবাড়ি, সাতারকান্দি গ্রামেও নদীভাঙ্গন কবলিত হয়ে পড়েছে। ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল জানান, এর আগে কখনও চৈত্র মাসে এভাবে নদীভাঙ্গন দেখা যায়নি। কিন্তু এবার পরিস্থিতি ভিন্নরূপ। প্রায় ১৫টি পয়েন্টে এখন নদীভাঙ্গন চলছে। গত এক সপ্তাহে এ ইউনিয়নের কয়েকটি এলাকার ৭৫টি পরিবার নদীভাঙ্গনের মুখে ঘরবাড়ি অন্য স্থানে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। বেশকিছু আবাদি জমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাতৃত্বকালীন ভাতা প্রদান নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১২ এপ্রিল ॥ বালিয়াডাঙ্গী উপজেলা অডিটরিয়াম হল রুমে মঙ্গলবার সকালে ৮টি ইউনিয়নের ৪৬৫ জন দারিদ্র্য মাকে মাতৃত্বকালীন ভাতা ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। শিশু বিষয়ক মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১২ এপ্রিল ॥ প্রাক-শৈশব যতœ ও শিক্ষা: আমাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা মঙ্গলবার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোছলেহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আল হেলাল মো. মোশাররফ। নোয়াখালী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার মোমিন এতে সভাতিত্ব করেন। স্থানীয় শহীদ দিবস পালিত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুরে স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে মঙ্গলবার। একাত্তরের স্বাধীনতা সংগ্রামে ১২ এপ্রিল সৈয়দপুরে পাকি সেনা ও তাদের দোসরদের হাতে শহীদদের স্মরণে প্রতিবছর এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে। দিবসটি পালনে মুক্তিযুদ্ধে শহীদের সন্তানদের সংগঠন প্রজন্ম ’৭১ সৈয়দপুর জেলা শাখা এবং স্মরণিকা পরিষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। বিদ্যুত পেল ১৩৫ পরিবার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর চরকাউয়া এলাকার হিরণনগরের ১৩৫ পরিবারের মধ্যে বিদ্যুত সংযোগের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য এবং প্রয়াত সাবেক মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরণের সহধর্মিনী জেবুন্নেছা আফরোজ। চরকাউয়ার মাঝি মাল্লা সমবায় সমিতির সাধারণ সম্পাদক কবির মুন্সির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্ট প্রমুখ।
×