ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় তরুণী গণধর্ষণের শিকার

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ মার্চ ২০১৬

বগুড়ায় তরুণী গণধর্ষণের শিকার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোনাতলা উপজেলার গ্রামে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছে। অসুস্থ ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সোমবার রাতে রানা নামে যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, উপজেলার কুড়াহাটা এলাকার ওই তরুণী রবিবার সন্ধ্যায় কুরাডাঙ্গা এলাকা থেকে স্থানীয় সৈয়দ আহম্মেদ কলেজ এলাকার মার্কেটে মোবাইল মেরামত করতে আসে। সেখানে কয়েক যুবক তার পিছু নেয় এবং মোবাইল মেরামত করে দেয়ার নাম করে পাশের বাঁশোহাটা এলাকায় নিয়ে যায়। পরে তাকে ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ৫-৬ যুবক ধর্ষণ করে। রাতেই মেয়েটিকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। সোমবার এ বিষয়ে সোনাতলা থানায় মামলা দায়ের হলে রাতে পুলিশ একজনকে গ্রেফতার করে। কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন স্কুলছাত্র হত্যার প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৫ মার্চ ॥ ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ডিগ্রী কলেজের মেধাবী ছাত্র অমিত হাসানের ঘাতকের ফাঁসির দাবিতে মঙ্গলবার দুপুরে কলেজ প্রাঙ্গণে মানবব্ন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। কলেজের শিক্ষার্থী ও নিহতের বোন নাহিদা নাহার বলেন , ২০১৪ সালের ২ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয় প্রতিবেশী দ্বীন ইসলামের সাথে। পরিকল্পিতভাবে শাবল দিয়ে অমিতের মাথায় আঘাত করলে অচেতন হয়ে পড়ে। প্রায় ২ বছর মুমূর্ষু অবস্থায় থাকার পর গত ১২ মার্চ মারা যায় অমিত। এ ঘটনায় থানায় মামলা হলেও কোন ব্যবস্থা নেয়নি আইনশৃংখলা বাহিনী। আসামির পলায়ন নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৫ মার্চ ॥ সোমবার রাতে ভৈরবের কালিকাপ্রাসাদ এলাকার মাহবুব নামে এক মাদক বিক্রেতাকে আটক করে ভৈরব থানার সমন জারি কনস্টেবল কুদ্দুস মিয়া ও থানার ব্যারাকের বাবুর্চি কনস্টেবল সামসুল হক। আটক মাদক বিক্রেতা কালিকাপ্রাসাদ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে আসামাত্র সে পুলিশ কনস্টেবল কুদ্দুসের হাতে কামড় ও কিলঘুষি দিয়ে পালিয়ে যায়। যোগ্যতায় গড়ি সমতা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ মার্চ ॥ মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁর ধামইরহাটে ‘যোগ্যতায় গড়ি সমতা’ বিষয়ক এক ব্যতিক্রমধর্মী মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলার মঙ্গলবাড়ীর সিডব্লিউএফডির মুকুন্দপুর মডেল ভিলেজে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সহযোগিতায় ও ‘আলোকিত মানুষ প্রকল্প’র আয়োজনে এ মেলা উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার বাবলু এমপি।
×