ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তীব্র গন্ধে বিমান থেকে নেমে গেলেন যাত্রীরা

প্রকাশিত: ২২:২১, ২৯ মার্চ ২০২৪

তীব্র গন্ধে বিমান থেকে নেমে গেলেন যাত্রীরা

বিমান থেকে নামছেন যাত্রীরা।

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি বিমানের ভেতরে তীব্র গন্ধ শনাক্ত হওয়ার পর সেটি থেকে দ্রুত বের হয়ে আসেন যাত্রীরা। এ সময় বিমানের জরুরি বহির্গমন ব্যবস্থা স্লাইড দিয়ে অনেকে নিচে নেমে আসেন।

সংবাদমাধ্যম ফক্স বিজনেজ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের ফ্লাইট ১৭৫৯-এ এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটির শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কথা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধরা পড়েছে, তাড়াহুড়া করে যাত্রীদের নামার বিষয়টি।

ওই সময় বিমানটিতে ২২৬ জন যাত্রী ছিলেন। তারা বিমানের জেট ব্রিজ এবং স্লাইড ব্যবহার করে বের হয়ে আসেন। তবে স্লাইড দিয়ে দ্রুত নামতে গিয়ে একজন যাত্রী আহত হন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনা সম্পর্কে ফ্রন্টিয়ার এয়ারলাইন্স সংবাদমাধ্যম ফক্স বিজনেজকে বলেছে, বুধবার সন্ধ্যায় শার্লট ডগলাস আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের ফ্লাইট ১৭৫৯ বোর্ডিং প্রক্রিয়ায় ছিল। তখন বিমানের ভেতর তীব্র গন্ধ শনাক্ত হয়। ক্যাপ্টেন তাৎক্ষণিক বিমান খালি করার নোটিশ দেন।

এসআর

×