ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

প্রকাশিত: ১৬:৩৭, ১ জানুয়ারি ২০২৪; আপডেট: ১৮:৪১, ১ জানুয়ারি ২০২৪

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ভূমিকম্প

৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। এর পরপরই দেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। 

জাপানের আবহাওয়া সংস্থার বরাতে সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, ইশিকাওয়া, নিগাটা এবং তোয়ামা প্রিফেকচারের পশ্চিম উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ইশিকাওয়াতে নোটো উপদ্বীপে পাঁচ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেয়া হয়েছে। এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহবান জানানো হয়েছে। 

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে এরইমধ্যে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনী প্রস্তুত রয়েছে। 

নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলানববর্ষের প্রথম প্রহরে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা
এর আগে ২০১১ সালে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিলো জাপানের টোহুকু শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে ১০ মিটার (৩৩ ফিট) উচ্চতার সুনামি আঘাত হানে। সরকারি তথ্য মতে, সুনামিতে ১৩ হাজার তিনশ' ৩৩ জনের বেশি মানুষ নিহত এবং ১৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়। এছাড়াও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে উপকূলীয় অঞ্চলের অন্তত ৪৮ লাখ মানুষ । 

 

এস

সম্পর্কিত বিষয়:

×