ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

প্রকাশিত: ১৯:৪৯, ২৮ মার্চ ২০২৩

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প

জাপানের উত্তরাঞ্চলের আওমোরিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে আওমোরিতে ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আওমোরিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ারে’ জাপানের অবস্থান। যে কারণে দেশটিতে ভূমিকম্প একেবারে সাধারণ ঘটনা। 

সূত্র: এএফপি।

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×