ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

যুদ্ধ বন্ধে পোপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:১৯, ৪ অক্টোবর ২০২২

যুদ্ধ বন্ধে পোপের আহ্বান

পোপ ফ্রান্সিস

ইউক্রেনে সহিংসতা ও মৃত্যুর চক্র বন্ধে এই প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন ক্যাথলিক ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। আবেগঘন এক বক্তৃতায় তিনি বলেন, ‘নদীসম রক্ত ও কান্না’ তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করারও নিন্দা জানিয়েছেন পোপ। তিনি বলেন, এটি পারমাণবিক উত্তেজনার ঝুঁকি বাড়িয়েছে। সোমবার সেন্ট পিটার্স স্কয়ারে ইউক্রেনের উদ্দেশে দেয়া ভাষণের সময় পুতিনকে নিজের জনগণের কথা চিন্তা করারও আহ্বান জানান পোপ। -আলজাজিরা

×