ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশে ফেরার প্রত্যয় মোরালেসের

প্রকাশিত: ২৩:৫৭, ২২ অক্টোবর ২০২০

দেশে ফেরার প্রত্যয় মোরালেসের

বলিভিয়ার নির্বাসিত সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস দেশে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মোরালেস সরকারের সাবেক অর্থমন্ত্রী লুইস আরস ব্যাপকভিত্তিক জয় পাওয়ার পর মোরালেস দেশে ফেরার অঙ্গীকার ব্যক্ত করলেন। এরইমধ্যে লুইস আরসের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্লোস মেসা সোমবার পরাজয় মেনে নিয়েছেন। তিনি বলেছেন, ২০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছেন লুইস এবং এটি তার জন্য সুস্পষ্ট বিজয়। গত রবিবার বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এক্সিট পোলে দেখা যায়, মোরালেস সরকারের সাবেক মন্ত্রী এবং ঘনিষ্ঠ সহযোগী লুইস আরস শতকরা ৫২ ভাগ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কারলোস পেয়েছেন শতকরা ৩১.৫ ভাগ ভোট। কয়েকদিনের মধ্যেই সরকারীভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আরস তার এই বিজয়কে ‘গণতন্ত্রে প্রত্যাবর্তন’ বলে মন্তব্য করেছেন। -পার্সটুডে অনলাইন
×