ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৩:৩১, ২৮ অক্টোবর ২০১৮

অ ন ্য র ক ম

ফিরে আসছে টাইটানিক এক শতাব্দী বা এক শ’ বছরের বেশি সময় আগে একটি বরফখ-ের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যাওয়া বিখ্যাত জাহাজ টাইটানিক আবার সমুদ্রে ভাসবে। যা হবে আগের জাহাজটির সম্পূর্ণ প্রতিরূপ। টাইটানিক টু নামের এই জাহাজ ২০২২ সালে আটলান্টিক মহাসাগরজুড়ে চলাচল করবে। ১৯১২ সালে যাত্রা শুরু করা টাইটানিকের যাত্রাপথটি টাইটানিক টু পুনরুদ্ধার করবে। প্রায় সমসংখ্যক যাত্রী বহন করবে। এতে নাবিকও থাকবে টাইটানিকের সমান। অর্থাৎ জাহাজটির ধারণ ক্ষমতা ২ হাজার ৪শ’ যাত্রী ও নয় শ নাবিক। টাইটানিক জাহাজ যখন ডুবে যায় তখন দেড় হাজার লোক মারা যান। ধারণা করা হয় বিলাসবহুল জাহাজ টাইটানিকের নির্মাণ ত্রুটি, নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি, লাইফবোট ও জীবন রক্ষাকারী অন্যান্য সরঞ্জামের ঘাটতি থাকায় এত মানুষ মারা গেছে। জাহাজটিতে রাডার ব্যবস্থাও দুর্বল ছিল। যে কারণে সামনের বরফখ- নির্ণয় করতে পারেনি। বর্তমানে তৈরি হওয়া টাইটানিক টুতে আগের দুর্বলতা কাটিয়ে ওঠার যথাযথ চেষ্টা থাকবে। এতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, লাইফবোট ও নেভিগেশন, রাডারসহ সবকিছু থাকবে। যাতে সামনের সবকিছু আগাম নির্ণয় করতে সক্ষম হয়। প্রথম তৈরি হওয়া টাইটানিকের টেলিগ্রাফ ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করছিল তাদের সে সময় সে জায়গায় পাওয়া যায়নি। আর একদিকের টেলিগ্রাফ লাইনের সংযোগও বিচ্ছিন্ন করা ছিল। টাইটানিক টু জাহাজটি চীন তৈরি করছে। গত কয়েক বছর ধরে এটি নির্মাণ করছে অস্ট্রেলিয়ান ব্লু স্টার লাইন কোম্পানি। উচ্চাকাক্সক্ষী এই প্রকল্পে প্রায় ৫০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে। টাইটানিকের চলাচলের পথ এটি পুনরায় চালু করবে। দুই সপ্তাহে এটি দুবাই থেকে সাউদাম্পটনে যাতায়াত করবে। পরে তা সাউদাম্পটন থেকে নিউইয়র্কে যাবে। টিকেট ব্যবস্থা হবে প্রথমটির মতো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বুকিং ব্যবস্থা থাকবে। -ইন্ডিয়ান এক্সপ্রেস
×