ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান

প্রকাশিত: ২১:৫৩, ১১ আগস্ট ২০১৮

১৮ আগস্ট শপথ নেবেন ইমরান খান

অনলাইন ডেস্ক ॥ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামী ১৮ আগস্ট পাকিস্তানের ২১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন সাবেক ক্রিকেটার ইমরান খান। শুক্রবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এ কথা জানিয়েছে। এর আগে নিজের বাসভবন বানিগালায় সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন খান। বৈঠকের পর পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী ডনকে এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে বলা হয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন শপথ নিবেন তিনি। তারও আগে বলা হয়েছিল, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিবেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা খান। শুক্রবারের বৈঠকের পর পিটিআই জানিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিষয়টি নিশ্চিত করতে সোমবার সন্ধ্যায় দলীয় সংসদ সদস্য ও মিত্রদের নিয়ে বৈঠক করা হবে। এর আগে পিটিআই দাবি করেছে, সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যক সমর্থন তারা পেয়েছে। প্রসঙ্গত, পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশন শুরু হবে ১৩ আগস্ট। আর স্পিকার ও ডেপুটি স্পিকাররা শপথ নেবেন ১৫ অথবা ১৬ আগস্ট। এদিকে, গতকালের ওই বৈঠকের পর পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি জানিয়েছেন, বৈঠকে খাইবার পাখতুনখোওয়ার সাবেক স্পিকার আসাদ কায়সারকে পার্লামেন্ট স্পিকার, পাঞ্জাবের সাবেক গভর্নর চৌধুরী সারওয়ারকে একই পদ এবং পাকিস্তান মুসলিম লিগ-কিউ (পিএমএল-কিউ) নেতা চৌধুরী পারভেজ এলাহিকে পাঞ্জাব অ্যাসেম্বলির স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে। উল্লেখ্য, গত ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১১৬ আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পিটিআই। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৬৪ এবং প্রয়াত বেনজির ভুট্টোর দল পিপিপি ৪৩টি আসনে জয়লাভ করে।
×