ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ম্যানচেস্টার হামলায় হতাহতদের স্মরণে কনসার্ট

বিষাদ ও বেদনা ভুলে শান্তি-ঐক্যের ডাক

প্রকাশিত: ০৫:৫৩, ৬ জুন ২০১৭

বিষাদ ও বেদনা ভুলে শান্তি-ঐক্যের ডাক

ব্রিটেনের ম্যানচেস্টারে ২২ মে আমেরিকান শিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় হতাহতদের স্মরণে এবং পরিবারের সহায়তায় অনুষ্ঠিত কনসার্টের রাতটি যেন শ্রোতাদের জন্য শান্তি, ঐক্য ও আনন্দোৎসবের প্রতীকে পরিণত হয়েছে। রবিবার ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ‘ওয়ান লাভ ম্যানচেস্টার’ শিরোনামের এ কনসার্টে পাঁচ হাজার সঙ্গীতপ্রেমী উপস্থিত ছিলেন। খবর বিবিসি অনলাইনের। একটি বিষাদময় পরিবেশ থাকলেও শিল্পী আরিয়ানা গ্রান্ডে যখন মঞ্চে আসেন, তখন শ্রোতারা তাকে হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান। আরিয়ানা শ্রোতাদের বলেন, দৃঢ়তা, ভালবাসা ও একতা নিয়ে এখানে আসার জন্য সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। তিনি বলেন, আমি আপনাদের ভালবাসী। যে সহানুভূতি আপনারা দেখিয়েছেন, বর্তমান বিশ্বে তা খুবই দরকার। এরপর তিনি মাইলি সাইরাস ও ব্যান্ডদল ব্ল্যাক আইড পিয়াসের সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন। এছাড়াও কনসার্টে ছিলেন সঙ্গীত তারকা কেটি পেরি, কোল্ডপ্লে, রবি উইলিয়ামস, লিয়াম গ্যালাহের ও জাস্টিন বিবার। উইগান শহর থেকে কনসার্টে আসা কিশোরী সেয়ারা লিঞ্চ বলল, আমি ম্যানচেস্টার হামলা নিয়ে চিন্তা করি না। হতাহতদের স্মরণে অনুষ্ঠিত এ কনসার্টকে তিনি চমৎকার ও আবেগময় বলে উল্লেখ করেন। আরিয়ানা যখন ‘ওয়ান লাস্ট টাইম’ গানটি পরিবেশন করে, আমি খুব কেঁদেছি। কনসার্টে কেউ কাউকে চিনে না, কিন্তু সবার ভেতরে একই আবেগের মিলন ঘটেছে। এটা সত্যিকার অর্থে খুব ভাল। সেয়ারার বন্ধু লরেন ব্রমেলো বলল, কনসার্টে আসা সবাইকে একটি পরিবারের সদস্য বলে মনে হয়েছে আমার কাছে। গ্রেট ম্যানচেস্টারের সেলফোর্ড থেকে আসা পঁচিশ বছর বয়সী সারাহ স্টোন বলেন, নিরাপত্তাহীনতার কথা ভেবে তিনি কনসার্টে আসবেন না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি নিশ্চত হওয়ার পর তিনি এসেছেন। তিনি এটাকে আনন্দময় রাত হিসেবে উল্লেখ করে বলেন, পুরো অনুষ্ঠানটা ছিল আনন্দে ভরপুর। সবাই এখানে এসে একটি পরিবার হয়ে গেছে। প্রতিটি আবেগময় গান আমাদের হৃদয় ছুঁয়ে গেছে, যা বলে বোঝানো সম্ভব না। তাঁর বন্ধু জামাল ইদ্দি বলেন, ২২ মে’র হামলায় শহরের প্রতিটি মানুষ ব্যথিত হয়েছে। যারা এ শহরে বসবাস করছে, প্রত্যেকে কষ্ট পেয়েছে। যারা আমাদের কাছ থেকে ওপারে চলে গেছেন, তাদের স্মরণে এ কনসার্টটি একটি ভাল উদ্যোগ। দেখা গেছে কেবল আরিয়ানার কিশোর ভক্তরাই কনসার্টে জড়ো হয়নি, পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকরাও নেচেছেন, গেয়েছেন।
×