ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সঙ্গে এবিবিএফের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ২০:১৫, ৪ মে ২০২৪

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সঙ্গে এবিবিএফের বৈঠক অনুষ্ঠিত

বৈঠক অনুষ্ঠিত।

ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদের সঙ্গে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের (এবিবিএফ) সভাপতি আব্দুল খান রতনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) সফলভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে উভয়পক্ষ পারস্পরিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। 

বৈঠক শেষে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো শাহীন আহমেদ বলেন, ‘সিঙ্গেল কান্ট্রি ফেয়ার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের সম্ভাবনা ও সাফল্য এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন ও তার গ্রুপ সার্বিক সহায়তা প্রদানসহ বাংলাদেশের হাইকমিশনার ক্যানবেররা ও এবিবিএফ এর সঙ্গে যৌথভাবে কাজ করবে।’

বৈঠকে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শাখাওয়াত উল্লাহ, ওয়েলকট ইন্টারন্যাশনাল, নিউজিল্যান্ড ইন্টারন্যাশনালের সিইও ও বাংলাদেশ কটন এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো নুরুজ্জামান, লেক্সিম ট্রেড ইন্টান্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও, মো. আবুল কালাম আজাদ (লোটন) সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এম হাসান

×