ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দেশে করোনায় আজ মৃত্যুশূন্য, শনাক্ত ২৯৯

প্রকাশিত: ১৭:৪৯, ৮ অক্টোবর ২০২২; আপডেট: ১৭:৫০, ৮ অক্টোবর ২০২২

দেশে করোনায় আজ মৃত্যুশূন্য, শনাক্ত ২৯৯

করোনা সংক্রমণ

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে ২৯ হাজার ৩৮০ জনে ।

এছাড়া নতুন করে ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৯ হাজার ৩১৪ জনে। 

শনিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬৯ হাজার ৩৪৪ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ১৮৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ১৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩.৬০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এর আগে গতকাল শুক্রবার দেশে করোনায় পাঁচজন মারা গেছে। একইসঙ্গে করোনা শনাক্ত হয়েছিল ৪৯১ জনের। 
 

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×