ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ড. রীতা চৌধুরীর মুক্তিযুদ্ধের গ্রন্থ

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯, ১৮ এপ্রিল ২০২৪

ড. রীতা চৌধুরীর মুক্তিযুদ্ধের গ্রন্থ

ড. রীতা চৌধুরী

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্বের প্রেক্ষাপট, যুদ্ধকালীন সময় এবং স্বাধীন বাংলাদেশ এই বিষয়ভিত্তিক ট্রিলজির প্রথম পর্বের গ্রন্থ ‘নেভার ল্যান্ড জিরো আওয়ার’। গ্রন্থটি লিখেছেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক ড. রীতা চৌধুরী। গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠান আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় ধানম-ির ছায়ানট ভবনে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

ড. রীতা চৌধুরী বলেন, বাবার সঙ্গে আমি নয় বছর বয়সেই দেখেছি যুদ্ধের ট্রেনিং, উদ্বাস্তুদের আর্তনাদ, আহতদের চিকিৎসা, শোকার্তদের সান্ত¡না যোগাতে গণসংগীত, মনোবল বাড়াতে নাটকের মঞ্চায়ন প্রভৃতি। এসবই আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াত এবং এখনো বেড়ায়। ফলে সিদ্ধান্ত নেই ট্রিলজি রচনার। তবে এই প্রকাশনা অনুষ্ঠানে আমার আবেগ যে না আমি যুদ্ধকালীন সময়ের মুহূর্তগুলো ধরতে চেয়েছি।

×